০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০, ১৫ জিলকদ ১৪৪৪
`
জয়দেবপুর রেলক্রসিংয়ে নির্মিত হচ্ছে ফ্লাইওভার

অচিরেই গাজীপুর নগরবাসীর ভোগান্তির অবসান হচ্ছে - গাসিক ভারপ্রাপ্ত মেয়র

-

আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভারন্যান্স প্রজেক্টের আওতায় নাওজোড়-কাশিমপুর রাস্তায় তুরাগ নদের ওপর তিনটি ব্রিজ, জয়দেবপুর রেলক্রসিংয়ের ওপর ফ্লাইওভার এবং উন্নত ড্রেনেজ ও পানি সরবরাহ ব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে গাজীপুর সিটি করপোরেশন। গতকাল প্রকল্পকর্মকর্তারা প্রকল্পএলাকা পরিদর্শন করেন। পরে বিকেলে এ সংক্রান্তে নগরভবন সভাকক্ষে গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের সভাপতিত্বে প্রকল্পের প্রারম্বিক সভা অনুষ্ঠিত হয়। সভায় কর্মকর্তারা প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। উপপ্রকল্প বাস্তবায়ন বিষয়ক এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল) মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভারন্যান্স প্রজেক্টের প্রকল্প পরিচালক মো: গোলাম মোস্তফা। আরো উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো: আমিনুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: আকবর হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: মজিবুর রহমান প্রমুখ। এ ছাড়া প্রকল্পের দাতা সংস্থা জায়কার কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।
সভা শেষে ভারপ্রাপ্ত মেয়র গণমাধ্যম কর্মীদের জানান, প্রকল্পের সার্ভে কাজ চলমান আছে। প্ল্যান ডিজাইন প্রণয়ন করে অতি শিগগির দরপত্র আহ্বান কার হবে। তিনি আরো বলেন, জয়দেবপুর রেলক্রসিংয়ের ওপর ফ্লাইওভার নির্মিত হলে নগরবাসীর দীর্ঘ দিনের ভোগান্তির অবসান হবে। রেলক্রসিংয়ের সিগনালজ্যামে ঘণ্টার পর ঘণ্টা আর আটকে থাকতে হবে না।

 


আরো সংবাদ


premium cement
ফিল্মফেয়ার পুরস্কার ব্যবহার করি বাথরুমের দরজার হাতল হিসেবে : নাসিরুদ্দিন শাহ জাপানে তরুণদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমছে সেনাবাহিনী আমার দলকে ধ্বংস করার চেষ্টা করছে : ইমরান খান প্রধানমন্ত্রী যখন মনে করবেন তখন নির্বাচনকালীন সরকার গঠন করবেন : আইনমন্ত্রী ১১ মাসে রফতানি থেকে ৫০.৫২ বিলিয়ন ডলার আয় : ইপিবি সীতাকুণ্ড বিস্ফোরণের ১ বছর : বিচার, ক্ষতিপূরণ, অগ্নি নিরাপত্তা নিয়ে প্রশ্ন কাটেনি নাঙ্গলকোটে রেল ক্রসিং নির্মাণের দাবিতে মানববন্ধন রংপুরে শিশু ধর্ষণের অভিযোগে ২ সন্তানের জনক গ্রেফতার প্রস্তাবিত বাজেট শ্রমবান্ধব হয়নি : শ্রমিক কল্যাণ ফেডারেশন কাউখালীতে বিষ পানে জেলের আত্মহত্যা প্রস্তাবিত বাজেট শ্রমবান্ধব নয় : শ্রমিক কল্যাণ ফেডারেশন

সকল