২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

রোজা রেখেও মাপা যাবে রক্তের সুগার

-

ডায়াবেটিস রোগীরা রোজা রেখেও রক্তের সুগার মাপতে পারবেন। রোজা রাখতে ডায়বেটিস রোগীদের কোনো বাধা নেই। রোজায় ডায়াবেটিস রোগীদের সুগার বা গ্লুকোজ নিয়ন্ত্রণে থাকে। তবে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার আশঙ্কা থাকলে রোজার মধ্যেও নিয়মিত ডায়াবেটিস পরিমাপ করা উচিত। গতকাল বুধবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজের (ডিএমসি) মিলন অডিটোরিয়ামে ‘রমজানে ডায়বেটিস ও করণীয়’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়।
ডিএমসি’র অ্যান্ডোক্রাইন বিভাগের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। উপস্থিত ছিলেন- ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: শফিকুল আলম চৌধুরী, ডিএমসির অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা: এম সাইফউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা: ইন্দ্রজিৎ প্রসাদ।


গর্ভবতী নারীদের রোজা রাখার ব্যাপারে অ্যান্ডোক্রাইনোলজিস্টরা বলেন, গর্ভবতী নারীরা দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে গর্ভের শিশুর (ফিটাস) ক্ষতি হতে পারে। এ ক্ষেত্রে রোজা না রাখার পরামর্শ থাকলেও নিয়মিত চিকিৎসকদের পরামর্শের মাধ্যমে এবং শারীরিক কোনো সমস্যা না থাকলে রোজা রাখতে কোনো সমস্যা নেই বলে চিকিৎসকরা জানান। এ ক্ষেত্রে আধুনিক ইনসুলিন ব্যবহারের মাধ্যমে ডায়বেটিস নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেন তারা। রোজা রাখার ব্যাপারে চিকিৎসকরা বলেন, বায়তুল মোকাররম ও মিসরের আল আজহার ইউনিভার্সিটির ইসলামী চিন্তাবিদদের উদ্ধৃত করে সেমিনারে চিকিৎসকরা বলেন, রোজা রেখেও ডায়াবেটিস রোগীরা রক্তের সুপার মাপতে পারবেন, এ ক্ষেত্রে ধর্মীয় কোনো বাধা নেই।
উল্লেখ্য, বাংলাদেশের বেশির ভাগ মানুষই জানে না যে, তিনি বা তারা ডায়াবেটিসে আক্রান্ত। এ দেশে প্রায় দেড় কোটি বা প্রতি ১৫ জনে একজন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত।


আরো সংবাদ



premium cement
অধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতার ঐক্যের বিকল্প নেই : ডা: শফিকুর রহমান সোনাগাজীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ২২ কিশোর গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি

সকল