২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

রোজা রেখেও মাপা যাবে রক্তের সুগার

-

ডায়াবেটিস রোগীরা রোজা রেখেও রক্তের সুগার মাপতে পারবেন। রোজা রাখতে ডায়বেটিস রোগীদের কোনো বাধা নেই। রোজায় ডায়াবেটিস রোগীদের সুগার বা গ্লুকোজ নিয়ন্ত্রণে থাকে। তবে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার আশঙ্কা থাকলে রোজার মধ্যেও নিয়মিত ডায়াবেটিস পরিমাপ করা উচিত। গতকাল বুধবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজের (ডিএমসি) মিলন অডিটোরিয়ামে ‘রমজানে ডায়বেটিস ও করণীয়’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়।
ডিএমসি’র অ্যান্ডোক্রাইন বিভাগের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। উপস্থিত ছিলেন- ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: শফিকুল আলম চৌধুরী, ডিএমসির অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা: এম সাইফউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা: ইন্দ্রজিৎ প্রসাদ।


গর্ভবতী নারীদের রোজা রাখার ব্যাপারে অ্যান্ডোক্রাইনোলজিস্টরা বলেন, গর্ভবতী নারীরা দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে গর্ভের শিশুর (ফিটাস) ক্ষতি হতে পারে। এ ক্ষেত্রে রোজা না রাখার পরামর্শ থাকলেও নিয়মিত চিকিৎসকদের পরামর্শের মাধ্যমে এবং শারীরিক কোনো সমস্যা না থাকলে রোজা রাখতে কোনো সমস্যা নেই বলে চিকিৎসকরা জানান। এ ক্ষেত্রে আধুনিক ইনসুলিন ব্যবহারের মাধ্যমে ডায়বেটিস নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেন তারা। রোজা রাখার ব্যাপারে চিকিৎসকরা বলেন, বায়তুল মোকাররম ও মিসরের আল আজহার ইউনিভার্সিটির ইসলামী চিন্তাবিদদের উদ্ধৃত করে সেমিনারে চিকিৎসকরা বলেন, রোজা রেখেও ডায়াবেটিস রোগীরা রক্তের সুপার মাপতে পারবেন, এ ক্ষেত্রে ধর্মীয় কোনো বাধা নেই।
উল্লেখ্য, বাংলাদেশের বেশির ভাগ মানুষই জানে না যে, তিনি বা তারা ডায়াবেটিসে আক্রান্ত। এ দেশে প্রায় দেড় কোটি বা প্রতি ১৫ জনে একজন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত।


আরো সংবাদ



premium cement
গ্যাটকো মামলা : খালেদা জিয়ার বিরুদ্ধে শুনানি ২৫ জুন বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ গলাচিপায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে ৩টি সংগঠনের নেতৃত্বে মানববন্ধন থাইল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ছেলে হারা মা সাথিয়ার কান্না যেন থামছেই না বৃষ্টির জন্য নারায়ণগঞ্জে ইস্তিস্কার নামাজ আদায় প্রবাসী স্ত্রী থেকে প্রতারণার মাধ্যেমে দেড় লাখ টাকা চাঁদা আদায়, ছাত্রলীগ নেতাকে শোকজ কক্সবাজারে রোহিঙ্গা ভোটারের তালিকা চান হাইকোর্ট আশ্রয় নিলেন মিয়ানমারের আরো ৪৬ বিজিপি সদস্য উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা কক্সবাজারে ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

সকল