২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী আটক

মিরসরাইয়ে বৈদ্যুতিক শক দিয়ে প্রবাসফেরত স্বামীকে হত্যার অভিযোগ

-


চট্টগ্রামের মিরসরাইয়ে মো: এমদাদুল হক (৪৮) নামে এক প্রবাসীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী নারগিসের বিরুদ্ধে। গত মঙ্গলবার রাতে উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকালে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের জন্য এমদাদের স্ত্রী নারগিস মোস্তারিকে (৪০) আটক করা হয়েছে। নিহত এমদাদ দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের ফরাজি বাড়ির মৃত মনছুর আহম্মদের ছেলে। নাহিয়ান (১৯) নামিয়ান (৮) এমদাদ হোসেনের দুই ছেলে রয়েছে। নাহিয়ান একাদশ শ্রেণী ও নামিয়ান দ্বিতীয় শ্রেণীতে পড়ে।


নিহতের ছোট ভাই কামাল হোসেন জানান, মঙ্গলবার রাত ২টার দিকে আমার ভাবি ফোন করে জানান- আমার ভাই বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। সে পুরনো বাড়ির অদূরে নতুন বাড়ি করে সেখানে বসবাস করে। আমি ও আমার অন্য দুই ভাই মিলে ঘরে গিয়ে দেখি নিচে ফ্লোরে আমার ভাইয়ের নিথর দেহ পড়ে রয়েছে। হাতে ও বুকে দাগ রয়েছে। নাক দিয়ে রক্ত পড়ছে। তিনি অভিযোগ করেন, আমার ভাইয়ের সাথে দীর্ঘ দিন ধরে ভাবির সাথে বনিবনা হচ্ছে না। এর আগেও আমার ভাইকে খুন করতে লোক পাঠিয়েছিল। আমার ভাইকে বৈদ্যুতিক শক দিয়ে মেরে ফেলা হয়েছে।


নিহত এমদাদের আরেক ভাই হুমায়ুন কবির বলেন, ভাইয়া এক বছর আগে প্রবাস থেকে বাড়িতে চলে আসে। ভাবি সব সময় বাবার বাড়িতে থাকতে চাইত এবং উনার বাবার এলাকায় ভাইয়াকে বাড়ি করতে বলেছে। ভাইয়া রাজি না থাকায় প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া হতো। কিন্তু এভাবে মেরে ফেলবে কখনো চিন্তা করতেও পারিনি। আমরা খুনির বিচার চাই। তিনি আরো বলেন, ঘরে ভাবি ও ছোট একজন ভাতিজা ছিল। তাদের পক্ষে একা মেরে ফেলা সম্ভব না। হত্যার সাথে আরো কেউ জড়ি থাকতে পারে। আমি পুলিশের প্রতি দাবি জানাব এই হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হোক।
ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ বলেন, বুধবার ভোরে এমদাদের ভাই ফোন দিয়ে তার ভাই মারা যাওয়ার বিষয়টি জানান। এমদাদ ও তার স্ত্রীর মধ্যে ঝামেলা চলে আসছিল। পুলিশের প্রতি অনুরোধ করব সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন সত্য ঘটনা বেরিয়ে আসে।


মিরসরাই থানার অফিসার ইনচার্জ মো: কবির হোসেন বলেন, বুধবার সকালে খবর পেয়ে ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকার থেকে এমদাদুল হক নামে একজনের লাশ উদ্ধার করেছি। লাশের সুরতহাল রিপোর্টে হাতে কবজির মধ্যে তার পেছানো আঘাতের চিহ্ন, বুকেও আঘাতের চিহ্ন দেখা গেছে। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী নারগিসকে থানায় নিয়ে আসা হয়েছে। তবে হত্যা কি না স্ত্রীকে জিজ্ঞাসাবাদ ও ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলে বুঝতে পারব। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

 

 


আরো সংবাদ



premium cement
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের বগুড়ায় গ্যাসের চুলার আগুনে বৃদ্ধা নিহত বগুড়ায় ধানের জমিতে পানি সেচ দেয়া নিয়ে খুন জিআই স্বীকৃতির সাথে গুণগত মানের দিকেও নজর দিতে হবে : শিল্পমন্ত্রী অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ সখীপুরে সাবেক ও বর্তমান এমপির সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ তীব্র গরমের জন্য আওয়ামী লীগ সরকার অন্যতম দায়ী : মির্জা আব্বাস

সকল