২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

প্রাথমিকে চাকরি পেয়েও যোগ দেননি আড়াই হাজারের বেশি প্রার্থী

-

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরি পেয়েও আড়াই হাজারের বেশি চাকরিপ্রার্থী যোগদান করেননি। এই আড়াই হাজার পদসহ শূন্য হওয়া পদের বিপরীতে শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি দেবে প্রাথমিক শিক্ষা অধিদফতর। গতকাল মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ সাংবাদিকদের এ তথ্য জানান। সচিব বলেন, প্রাথমিকে চাকরির সুপারিশ পেয়েও দুই হাজার ৫৫৭ জন প্রার্থী যোগদান করেননি। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় সাড়ে তিন হাজার পদ শূন্য হয়েছে। এই পদগুলোতে শিগগিরই নিয়োগ দেয়া হবে। প্রাথমিক সচিব জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে সাত হাজার শিক্ষক নিয়োগ দিতে প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে আমাদের কাছে চিঠি পাঠানো হয়েছিল। আমরা সেটিতে নীতিগত অনুমোদন দিয়েছি। শিগগিরই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে অধিদফতর।
গত বছরের ১৪ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৩৭ হাজার ৫৭৪ জন। ২০২০ সালের ২৫ অক্টোবর অনলাইনে এ নিয়োগের আবেদন শুরু হয়। আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ প্রার্থী। নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা তিন ধাপে নেয়া হলেও চূড়ান্ত ফল একবারেই প্রকাশ করা হয়। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪০ হাজার ৮৬২। দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫৯৫ এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন উত্তীর্ণ হন।


আরো সংবাদ



premium cement
বস্ত্র-পাট খাতে চীনের বিনিয়োগ চায় বাংলাদেশ জামালপুরে সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি মামলায় আ’লীগ নেতা গ্রেফতার গাজায় অনাহার যুদ্ধাপরাধ হতে পারে : জাতিসঙ্ঘ ‘প্রত্যেককে কোরআনের অনুশাসন যথাযথভাবে অনুসরণ করতে হবে’ মতলব উত্তরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার লম্বা ঈদের ছুটিতে কতজন ঢাকা ছাড়তে চান, কতজন পারবেন? সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী

সকল