২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

হামদর্দের চিকিৎসক প্রশিক্ষণ কর্মশালা

-

হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিকিৎসক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে রাজধানীর বাংলামোটরে হামদর্দের প্রধান কার্যালয়ের মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লি, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো: ইউছুফ হারুন ভূঁইয়া। তিনি বলেন, ‘সারা দেশের মানুষের কাছে হামদর্দের শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে ছড়িয়ে দিতে নিরন্তরভাবে প্রচেষ্টা চালাতে হবে। হামদর্দের চিকিৎসকরা আরো সক্রিয় ও উদ্যমী হলে চিকিৎসাবঞ্চিত অনেক মানুষ মানসম্মত চিকিৎসাসেবা পাবে।’ এই মহৎ কাজ বাস্তবায়নে সবাইকে একযোগে ঝাঁপিয়ে পড়ারও আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম। অনুষ্ঠানে ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন ভারতের প্রখ্যাত ইউনানী বিশেষজ্ঞ ও হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইউনানী চেয়ার অধ্যাপক ডা: মনোয়ার হোসেন কাজমী, শ্রীলঙ্কার খ্যাতিমান ইউনানী চিকিৎসক ডা: এস এম রইসউদ্দিন, উপপরিচালক বিপণন ডা: আবুল তৈমুর চৌধুরী। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement