২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
দূতাবাস বন্ধের দাবি

সুইডেনে কুরআন পোড়ানোর প্রতিবাদে যুব খেলাফতের বিক্ষোভ

-

সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে রাজধানীর লালবাগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী যুব খেলাফত। গতকাল বাদ জুমা লালবাগ শাহী মসজিদ চত্বর থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আজিমপুর এতিমখানা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়ার মাধ্যমে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব খেলাফতের সহকারী সদস্য সচিব মুফতি খোরশেদ আলম। বক্তৃতা করেন, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুফতি মুহাম্মদ তৈয়ব হোসাইন, যুগ্ম মহাসচিব মাওলানা আবুল কাশেম, দফতর সম্পাদক মাওলানা রিয়াজতুল্লাহ, কেন্দ্রীয় নেতা মাওলানা মাহমুদুল হক হাফেজ্জী, যুবনেতা হাফেজ জহিরুল ইসলাম, ছাত্র খেলাফতের কেন্দ্রীয় সেক্রেটারি মহিউদ্দিন ঢাকুবী, ছাত্রনেতা আল আমিন, ইলিয়াস আহমদ, রাতুল আল হাসান প্রমুখ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতি তৈয়্যব হোসাইন বলেন, সুইডেনে ও নেদারল্যান্ডে কুরআন পোড়ানো হয়েছে, পদদলিত করা হয়েছে। আমরা এ জঘন্য অপরাধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সুইডেন ও নেদারল্যান্ডকে এ অপকর্মে জড়িতদের বিরুদ্ধে অবিলেম্বে ব্যবস্থা গ্রহণের আহবান জানাচ্ছি। অন্যথায় বিশ্বের সমগ্র মুসলমান তাদের বিরুদ্ধে গর্জে উঠবে। তিনি ইসলামী সহযোগিতা সংস্থা-ওআইসিকে সম্মেলন ডেকে মুসলিম বিশ্ব থেকে এ দুই রাষ্ট্রকে বর্জনের ঘোষণা দেয়ার আহ্বান জানান।


বক্তারা আরো বলেন, সুইডেনে রাসমাস পালুদান নামের উগ্র ব্যক্তি মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কুরআনে আগুন দিয়ে বিশ্বের মুসলিমদের কলিজায় আগুন জ্বালিয়ে দিয়েছে। অবিলম্বে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তাকে বিচারের মুখোমুখি করতে হবে। এ ঘটনায় সুইডিশ সরকারকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে। তারা বলেন, বাংলাদেশে সুইডেনের দূতাবাস বন্ধ করতে হবে। সরকারকে সুইডেনের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।


আরো সংবাদ



premium cement