২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বান্দরবানে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

-

বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় দেশী-বিদেশী পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরো এক সপ্তাহ বর্ধিত করা হয়েছে। নিরাপত্তার কারণে ২৭ নভেম্বর থেকে এই নিষেধাজ্ঞা বাড়িয়ে ৪ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। এ সময়ে এ দু’টি উপজেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবে না। তবে জেলার অন্যান্য এলাকাগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকায় সেখানে পর্যটকরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবেন। গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পাহাড়ে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী যৌথ বাহিনীর অভিযান চলমান থাকায় বান্দরবান সেনা রিজিয়নের আবেদনের পরিপ্রেক্ষিতে ও পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে। এ নিয়ে অষ্টমবারের মতো পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা বর্ধিত করা হয়েছে বান্দরবানে। গত ১৭ অক্টোবর থেকে বান্দরবানে দেশ-বিদেশে পর্যটকদের ভ্রমণে এই নিষেধাজ্ঞা শুরু হয়। প্রথমদিকে বান্দরবানের চারটি উপজেলায় এই নিষেধাজ্ঞা দেয়া হলেও পরবর্তীতে শুধু রুমা ও রোয়াংছড়ি উপজেলাকে রেখে বাকিগুলো বাদ দেয়া হয়।


নিষেধাজ্ঞার কারণে বান্দরবানের পর্যটন এলাকা দেবতা খুম, তিনাপ সাইথার ঝর্না, রিজুক ঝর্না, বগালেক, কেউ ক্রাডং তাজিংডংসহ বেশ কয়েকটি এলাকা এখন পর্যটকশূন্য হয়ে পড়েছে। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞার কারণে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন।

 


আরো সংবাদ



premium cement