২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

টেকনিক্যাল স্কুল ও কলেজে ভর্তির নীতিমালা চূড়ান্ত

-

আগামী বছর থেকে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রায় চূড়ান্ত করেছে কারিগরি শিক্ষা অধিদফতর। গত মঙ্গলবার ২০২৩ সালে শিক্ষার্থী ভর্তির পর্যালোচনা সভায় এটি চূড়ান্ত করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।
জানা গেছে, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক, বিদ্যমান ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক, কারিগরি শিক্ষা অধিদফতরের পরিচালক (ভোকেশনাল), পরিচালক (পরি: ও উন্নয়ন), কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম), নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং ধামরাই সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন। সভার কার্যবিবরণী থেকে জানা গেছে, ২০২৩ শিক্ষাবর্ষে ১৩৪টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং ‘১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন’ প্রকল্পের আওতায় নতুন চালুকৃত প্রতিষ্ঠানসমূহে ৬ষ্ঠ, ৭ম, ৮ম এবং ৯ম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি বিষয়ে পর্যালোচনা ও আলোচনা শেষে শিক্ষার্থী ভর্তির নীতিমালা চূড়ান্ত করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রি-ভোকেশনাল অর্থাৎ ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত পুরনো ৬৪টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ষষ্ঠ শ্রেণীতে শুধু ১টি শিফটে ৬০ জন করে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। তবে ‘বিদ্যমান ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের আওতায় যে সব প্রতিষ্ঠানের নির্মাণাধীন একাডেমিক ও প্রশাসনিক ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হবে সে সব প্রতিষ্ঠানে ২টি শিফটে (প্রতি শিফটে ৬০ জন করে ১২০ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে।


২০২১ ও ২০২২ সালে চালুকৃত ৭০টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, ২০২১ ও ২০২২ সালে চালুকৃত ৭০টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ২টি সেকশনে ৬০ জন করে মোট ১২০ জন ছাত্র- ছাত্রী ভর্তি করা হবে। এ ছাড়া ‘১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন’ প্রকল্পের আওতায় প্রস্তাবিত নতুন চালুকৃত সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ শুধু ১টি সেকশনে ৬০ জন ছাত্র- ছাত্রী ভর্তি করা যাবে। এসএসসি (ভোকেশনাল) শ্রেণী ৯ম পুরনো ৬৪টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ২ শিফটে প্রতি ট্রেডে ৪০ জন করে মোট ৮০ জন ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে নতুন ছাত্র-ছাত্রী ভর্তি করা যাবে। ২০২১ ও ২০২২ সালে চালুকৃত ৭০টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ১টি সেকশনে প্রতি ট্রেডে ৪০ জন করে মোট ৪০ জন ছাত্র- ছাত্রী ভর্তি করা হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে নতুন ছাত্র-ছাত্রী ভর্তি করা যাবে। এ ছাড়া ১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন’ প্রকল্পের আওতায় প্রস্তাবিত নতুন চালুকৃত সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ১টি সেকশনে প্রতি ট্রেডে ৪০ জন করে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। এ ছাড়া ৭ম, ৮ম ও ৯ম শ্রেণীতে আসন খালি থাকা ও ড্রপ আউটের কারণে শূন্য আসনে ছাত্র-ছাত্রী ভর্তি করা যাবে; পুরনো ৬৪টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে সক্ষমতা বৃদ্ধি সাপেক্ষে পর্যায়ক্রমে ৭ম ও ৮ম শ্রেণীতে শিফট বৃদ্ধি করা হবে।
কারিগরি শিক্ষা অধিদফতর জানিয়েছে, বেসরকারি স্বতন্ত্র কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রি-ভোকেশনাল কোর্স চালু করার নিমিত্তে এ সংক্রান্ত নীতিমালা পরিবর্তনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

 


আরো সংবাদ



premium cement
কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের হাসপাতাল ঘেরাও বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের এক শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী নয় : শিক্ষা প্রতিমন্ত্রী নজিরবিহীন দুর্নীতির মহারাজার আত্মকথা ফতুল্লায় ১০ লাখ টাকা চাঁদার দাবিতে নির্মাণকাজ বন্ধ, মারধরে আহত ২, মামলা পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী: সাম্প্রতিক ভাবনা গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে টিকটক করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

সকল