১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

মানারাতের শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না : গুলশানবাসী

মানারাত ইউনিভার্সিটিতে শিক্ষার পরিবেশ নষ্টের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও মিছিল : নয়া দিগন্ত -

দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারাত ইউনিভার্সিটির ট্রাস্ট অবৈধভাবে দখল ও শিক্ষার পরিবেশ বিনষ্টের প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে গুলশানের বাসিন্দারা।
গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানের শাহাজাদপুর এলাকায় সচেতন গুলশানবাসীর ব্যানারে এই সমাবেশ ও মিছিল করে তারা।
মিছিলপূর্ব সমাবেশে লিখিত বক্তব্যে গুলশান সমাজ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান এম এইচ বান্না চৌধুরী বলেন, মানারাত দীর্ঘদিনের সুপ্রতিষ্ঠিত স্বনামধন্য প্রতিষ্ঠান। এখানে পড়ালেখা করে অনেকে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এখানে আমাদের ছেলেমেয়েরা পড়া লেখা করছে, আগামী প্রজন্মও পড়ালেখা করবে। এ জন্য আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, মানারাত বিশ্ববিদ্যালয় দখলের মাধ্যমে যদি উদ্দেশ্য হয় স্কুল ও স্কুলের জায়গা দখল করা, তাহলে গুলশানবাসী তা মেনে নেবে না। সরকারের ও ইউজিসি নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশে বিশ্ববিদ্যালয়ের জন্য জায়গার অভাব নেই। আর মানারাত স্কুলের জায়গায় বিশ্ববিদ্যালয় থাকবে না এটি সরকারের সিদ্ধান্ত। সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিদ্ধান্ত মোতাবেক স্থায়ী ক্যাম্পাসের জন্য আশুলিয়ায় ১০ বিঘা জায়গা ক্রয় করে শিক্ষা কার্যক্রম শুরু করেছে ট্রাস্টি বোর্ড। সুতরাং সেখানেই মানারাত বিশ্ববিদ্যায়ের স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম সম্পূর্ণরূপে পরিচালনা করবে।
মানারাত স্কুলের জায়গায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস করা আইনসম্মত নয় উল্লেখ করে তিনি আরো বলেন, মানারাত স্কুল ও কলেজ এবং মানারাত বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের কোনো অশুভ পাঁয়তারাকেও আমরা মেনে নেবো না। এর বিরুদ্ধে আমরা অব্যাহতভাবে আন্দোলন চালিয়ে যাব।


স্কুলে শিশুদের সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, যে আপনি একজন শিক্ষানুরাগী মানুষ। আপনি বলেছেন, যেখানে শিক্ষাপ্রতিষ্ঠান থাকবে, সেখানে খেলার মাঠ থাকতে হবে। মানারাত স্কুলের মাঠ ইংরেজি মাধ্যমসহ অন্যান্য প্রতিষ্ঠানের স্থানীয় সব শিক্ষার্থী খেলাধূলা করে। এখানে শিক্ষার্থীদের নানা রকম প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। তাই এটিকে অক্ষত রাখতে আপনার পদক্ষেপ নেয়া উচিত।
কূটনৈতিক জোনের নিরাপত্তার কথা উদ্ধৃত করে বান্না বলেন, এ কূটনৈতিক জোনে মানারাত বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে তা এ এলাকার নিরাপত্তাকে বিঘিœত করবে। সুতরাং কোনো অবস্থায়ই এই জায়গায় বিশ্ববিদ্যালয় রাখা যাবে না। একইভাবে মানারাত স্কুলের জায়গা অধিগ্রহণ বা ক্ষতিগ্রস্ত করা যাবে না। সুতরাং সরকারের নির্দেশনার আলোকে মানারাত বিশ্ববিদ্যালয়কে আশুলিয়ায় নিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন, আমরা গুলশানবাসীর পক্ষ থেকে পরিষ্কার বলে দিতে চাই, মানারাত স্কুলের জায়গা নিয়ে কোনো রকমের ছলচাতুরি করা চলবে না। হাজার হাজার শিক্ষার্থীর জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না। একই সাথে গত ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ট্রাস্টি বোর্ড ভেঙে দিয়ে মানারাতের যে নতুন অবৈধ বোর্ড করা হয়েছে তা ভেঙে দিয়ে পূর্বের বোর্ডকে বহালের দাবি জানাচ্ছি।
সমাবেশ ও মিছিলে গুলশানের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন গুলশান ইন্টিগ্রেটি সেন্টারের সাংগঠনিক সম্পাদক রায়হানুল কবির ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী হারুন অর রশিদ ভূঁইয়া, ব্যাংকার আহসানুল করিম, সাংবাদিক আশিক ইকবাল ও হামিদুর রহমান প্রমুখ। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে, মানারাতকে বাঁচানোর স্বার্থে যেকোনো কর্মসূচিতে গুলশানবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সমাবেশ শেষ করে মিছিলের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করে। বিজ্ঞপ্তি।

 

 


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল