২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

কনকা টেলিভিশন অ্যাডম্যান অ্যাওয়ার্ড গোল্ড পুরস্কারে ভূষিত

-

কনকা অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল টেলিভিশন ১১তম আর্ন্তজাতিক অ্যাডম্যান অ্যাওয়ার্ড গোল্ড পুরস্কারে ভূষিত হয়েছে। বিশ্বব্যাপী বাজারজাতকৃত টেলিভিশন পণ্যের ব্র্যান্ড ধারণা, উদ্ভাবনী পরিকল্পনা, সামাজিক প্রভাব এবং নজরকাড়া রিপোর্ট কার্ড এসব বিষয়ের ওপর ভিত্তি করে আর্ন্তজাতিক প্রফেশনাল জুরি বোর্ড কনকা টিভিকে এই স্বীকৃতি দিয়েছে। ১৯৮০ সালে প্রতিষ্ঠিত কোম্পানি কনকা বিগত ৪০ বছরে প্রযুক্তি এবং উৎপাদন অভিজ্ঞতায় নিজেকে শীর্ষ পাঁচটি টিভি ব্র্যান্ডের তালিকায় স্থান করে নিতে সক্ষম হয়েছে। বিশ্বব্যাপী ১৬০টিরও অধিক দেশের গ্রাহকরা কনকা অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল টেলিভিশনের প্রযুক্তি সুবিধা ভোগ করছে। কনকা বিশ্বব্যাপী প্রতি বছর দুই কোটিরও অধিক টিভি উৎপাদন ও বাজারজাতকরণ করছে। প্রযুক্তিগত অগ্রগতির সাথে গ্রাহকদের চাহিদা বিবেচনায় কনকা টিভিতে সংযোজন করা হয়েছে রোটেটিং স্মার্ট স্ক্রিন প্রযুক্তি, যার ফলে স্ক্রিন ইন্টারফেস যেকোনো দিকে পরিবর্তন করা যায় এবং মোবাইল ফোনের সাথে সংযোগ করে বিভিন্ন দৃশ্য টিভি স্ক্রিনে বড় পর্দায় উপভোগ করা যায়। কনকা টিভি’র এআই (AI) প্রযুক্তির ক্যামেরায় সুন্দর মুহূর্তগুলো সহজে রের্কড করে ফিল্টার এবং সৌন্দর্যবর্ধনের মাধ্যমে পরবর্তী সময়ে পরিবারকে নিয়ে উপভোগ করা যায়, যা অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশে টিভি’র মার্কেটে প্রবেশ করবে। কনকা টিভিতে রয়েছে আন্তজাতিক মানের উন্নত সব প্রযুক্তি যেমন- 4K, True Color, Home share, Cavity Speaker, Dolby Digital Sound system এবং TFT Panel যা অন্যদের থেকে আলাদা। এ ছাড়া ও রয়েছে 24K UHD রেজোলিউশন, HDR10 (1.07 বিলিয়ন কালার), Android 11.0 OS, Google Assistant/Google play/chrome cast বিল্ট-ইন এবং 2GB RAM/16GB অভ্যন্তরীণ মেমরি, সব সেরা অ্যাপস এবং গেমস, Wi-Fi সংযোগ।
দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস পণ্যের আমদানিকারক, প্রস্তুতকারক এবং বিপণনকারী গ্রুপ ইলেক্ট্রো মার্ট বাংলাদেশে কনকা অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল টেলিভিশন সরবরাহ ও বাজারজাতকরণ করছে। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement