২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ধর্ষণ সবচেয়ে বড় অপরাধ - বিচারপতি রেজাউল

-

সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মো: রেজাউল হাসান বলেছেন, মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো চোখ। জীবিতাবস্থায় অন্ধ হওয়ার চেয়ে কষ্টের কিছু নেই। আর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে ধর্ষণ।
গতকাল সোমবার ফরিদপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মো: রেজাউল হাসান এ কথা বলেন। তিনি বলেন, একজন নাগরিকের উপযুক্ত মর্যাদা নিশ্চিত করতে হবে। বিভিন্ন দেশের এয়ারপোর্টে অন্য দেশের চেয়ে বাংলাদেশের নাগরিকদের একটু বেশিই যাচাই-বাছাইয়ের মধ্যে যেতে হয়। প্রবাসীদের কষ্টের কথা শুনলে খারাপ লাগে। একজন মর্যাদাবান মানুষের পক্ষে কখনো ক্ষতিকর কিছু করা সম্ভব না।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ মো: আকবর আলী শেখ ও পুলিশ সুপার মো: শাহজাহান। এ সময় বিশেষ জজ মো: মতিউর রহমান, চিফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট মো: আবদুল হামিদ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো: শাহজাহান, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক নাগরিক বার্তা পত্রিকার সম্পাদক মো: কবিরুল ইসলাম সিদ্দিকী প্রমুখ। সভায় জেলা জজশিপের বিচারক, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেলা জজশিপের বিভিন্ন আদালত পরিদর্শনে গত শনিবার ফরিদপুরে আসেন বিচারপতি মো: রেজাউল হাসান। সোমবার বিকেলে তিনি জেলা আইনজীবী সমিতি কর্মকর্তা ও সদস্যদের সাথে মতবিনিময় সভা করেন।

 


আরো সংবাদ



premium cement
ডা: জাফরুল্লাহ চৌধুরীর স্মরণসভা টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ ২৯ এপ্রিল জাতীয় প্রেস ক্লাব সদস্য আফতাব হোসেনের ইন্তেকাল শনিবার থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রস্তুত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার হলেন সাব্বির আহমেদ ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ সংবিধানবিরোধী নয় গাজীপুরে জামায়াতের ৫ নেতাকর্মীকে পুলিশে সোপর্দ করার নিন্দা অস্ত্র মামলায় খালাস পেলেন গোল্ডেন মনির ৪২২ যাত্রী নিয়ে কুয়ালালামপুর গেল ইউএস-বাংলার এয়ারবাস মুগদায় গৃহবধূর ওপর পেট্রলবোমা নিক্ষেপ একজন গ্রেফতার চট্টগ্রামে ডিজাবিলিটি ইনক্লুসিভ ওয়ার্কফোর্স শীর্ষক কর্মশালা

সকল