২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
বিএনপির দোয়া মাহফিল

সময়মতো কর্মসূচি দেয়া হবে - নজরুল ইসলাম খান

-

সাতটি দলের নতুন রাজনৈতিক জোট ‘গণতন্ত্র মঞ্চ’কে স্বাগত জানিয়ে ‘ঐক্যবদ্ধ আন্দোলনে’র সাফল্য হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, বিএনপি সময়মতোই রাজপথের কর্মসূচি ঘোষণা করবে। মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির এক অনুষ্ঠানে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশকে আমরা স্বাগত জানাই। তাদের উচ্চারিত দাবিগুলো আমরাও দীর্ঘদিন ধরে করে আসছি যে, এ সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না, সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বাতিল করতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে- এসব কথা তাদের দাবিতেও আছে আমরা দেখলাম। কাজেই আমি মনে করি যে, এটা আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের যে প্রয়াস দীর্ঘদিন ধরে আমরা চালিয়ে আসছি, সেটা আর একটা সাফল্য।
আগামী দিনে আরো ঐক্যবদ্ধ আন্দোলনের পক্ষে এটা একটা অগ্রগতি বলে আমরা মনে করি। গত সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সাতটি রাজনৈতিক দলকে নিয়ে গঠিত ‘গণতন্ত্র মঞ্চে’র আত্মপ্রকাশ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।
গত মঙ্গলবার সকাল ১১টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আশুরা উপলক্ষে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল হয়। মিলাদপূর্ব আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, মীর সরফত আলী সপু, শামীমুর রহমান শামীম, আবদুল খালেক, আবদুল বারী ড্যানি, উলামা দলের মাওলানা মাহমুদুল হাসান শামীম প্রমুখ বক্তব্য রাখেন। উলামা দলের সদস্য সচিব নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের রফিক হাওলাদার, জাসাসের জাকির হোসেন রোকন, মৎস্যজীবী দলের আবদুর রহিম, শ্রমিক দলের সুমন ভুঁইয়াসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মুন্সীগঞ্জে মিলাদ : এদিকে পবিত্র আশুরা উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল করেছে মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। প্রধান অতিথি ছিলেন ঢাকা কলেজের সাবেক ভিপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।। আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের কে এম রাজিব, আজাদ, মাহমুদ হাসান ফাহাদ, যুবদলের ইমতিয়াজ আহমেদ নবি, মনির হোসেন পিন্টু, রিয়াদ, সিরাজ প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement
সাটুরিয়ায় প্রশান্তির বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকা আদায় ইরান নিয়ে মার্কিন হুঁশিয়ারি পাকিস্তানকে গাজায় গণকবরের বিষয়ে ইসরাইলের কাছে ‘জবাব’ চেয়েছে হোয়াইট হাউস দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা হলে হামাস অস্ত্র ছাড়তে রাজি শনিবার থেকে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রস্তত জবি ক্যাম্পাসগুলোতে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন বাইডেন: মুখপাত্র নোয়াখালীতে ইসতিসকার নামাজ আদায় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকবে বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ চকরিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, গ্রেফতার ৭ উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি

সকল