২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ

রাজধানীতে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ : নয়া দিগন্ত -

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। বিক্ষোভ থেকে নেতৃবৃন্দ বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবি জানান।

খেলাফত মজলিস : সংগঠনের ঢাকা মহানগর শাখার উদ্যোগে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড়, বিজয়নগর সড়ক ঘুরে বিজয়নগর পানির ট্যাকিংর সামনে এসে শেষ হয়। এর আগে বায়তুল মোকাররমের উত্তর গেটে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতা না থাকায় সরকার অস্বাভাবিকভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে। দেশের সব জিনিসের দাম এখন আকাশ ছোঁয়া। এভাবে জনগণের ওপর জুলুম চলতে পারে না। অবিলম্বে জ্বালানি তেলে বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। ঢাকা মহানগর উত্তরের সভাপতি ডা: রিফাত মালিকের সভাপতিত্বে ও দক্ষিণের সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম তুহিনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন, সংগঠনের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী ও যুগ্ম মহাসচিব অধ্যাপক মো: আবদুল জলিল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হক, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার প্রমুখ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ : ইসলামী আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে কদম ফোয়ারা ঘুরে পল্টন মোড় হয়ে বিজয়নগর রোডে গিয়ে দোয়া ও মুনাজাতের মাধ্যমে শেষ হয়। এর আগে সমাবেশে সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, জনগণের সরকার নয় বলে জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। ঐক্যবদ্ধ গণ-আন্দোলনের মাধ্যমে ভোটারবিহীন সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও সহকারী মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি নূরুল করীম আকরাম প্রমুখ।

ইসলামী ফ্রন্টের বিক্ষোভ : বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগরের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল পল্টন মোড়ে এসে শেষ হয়। মানববন্ধনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নগরের অর্থ সম্পাদক অ্যাডভোকেট হেলাল উদ্দীনের সভাপতিত্বে ও মুহাম্মদ আবদুল হাকিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, সাংগঠনিক সচিব সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দেদী। আরো বক্তৃতা করেন, বাংলাদেশ ইসলামী যুবসেনার সভাপতি গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, মুফতি মাওলানা মুহিউদ্দীন হামিদী, যুবনেতা আবু নাসের মুহাম্মদ মুসা, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মুহাম্মদ ইমরান হুসাইন তুষার, মোহাম্মদ কবির, হাফেজ মুহাম্মদ জাহিদুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের হঠকারী সিদ্ধান্ত। জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নিয়ে সরকার একবিংশ শতাব্দীতে এসে তুঘলকি শাসন কায়েম করছে।


ছাত্রশিবিরের বিক্ষোভ : রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। গতকাল বেলা ১১টায় সংগঠনের সেক্রেটারি জেনারেল রাজিবুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলোত্তর সমাবেশে সেক্রেটারি জেনারেল রাজিবুর রহমান বলেন, ভোটচোর স্বৈরাচারী আওয়ামী সরকার দেশকে দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে শুষে ফেলে রিজার্ভের ওপর কালো থাবা বসিয়েছে। আমরা সরকারের অন্যায্য সিদ্ধান্ত মানি না। অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করতে হবে।

বাংলাদেশ খেলাফত যুব মজলিস : বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে গতকাল বিকেলে রাজধানীতে বিক্ষোভ মিছিল বের হয়। এর আগে এক সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজীজুর রহমান হেলাল বলেন, মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। মানুষ আর সহ্য করতে পারছে না। মাওলানা রাকীবুল ইসলামের সভাপতিত্বে ও যুব মজলিস ঢাকা মহানগরীর সহসভাপতি মাওলানা জাহিদুজ্জামানের পরিচালনায় আরো বক্তৃতা করেন, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা আব্দুল মুমিন, মাওলানা আব্দুল্লাহ আশরাফ, মাওলানা মুর্শিদুল আলম, মাওলানা জাকির হুসাইন, মোল্লা খালেদ সাইফুল্লাহ প্রমুখ।


বাংলাদেশ খেলাফত আন্দোলন : সংগঠনের আমির মাওলানা আবু জাফর কাসেমী, শাইখুল হাদিস আল্লামা আবুল কাশেম কাসেমী, ভারপ্রাপ্ত মহাসচিব আলহাজ আজম খান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর আমির মাওলানা মুহাম্মদ হোসাইন আকন্দ এক বিবৃতিতে বলেন, জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার জনগণকে হতাশায় ফেলেছে। যেকোনো সময় সরকার পতনের ডাক দেবেন সাধারণ জনগণ।

 


আরো সংবাদ



premium cement
শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সংগঠন মজবুত করতে হবে : শামসুল ইসলাম ইউরো ২০২৪’কে সামনে রেখে দল নির্বাচনে বিপাকে সাউথগেট ভারতীয় পণ্য বর্জনকে যে কারণে ন্যায়সঙ্গত বললেন রিজভী মাকে ভরণ-পোষণ না দেয়ায় শিক্ষক ছেলে গ্রেফতার প্রথম বাংলাদেশী আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত ঢাবির সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ নিরাপত্তা-বিষয়ক আলোচনা করতে উত্তর কোরিয়ায় রুশ গোয়েন্দা প্রধান বদলে যেতে পারে এসএসসি পরীক্ষার নাম সীমান্তে বাংলাদেশীদের মৃত্যু কমেছে : পররাষ্ট্রমন্ত্রী শাস্তি কমিয়ে সড়ক পরিবহন আইন সংশোধনে উদ্বেগ টিআইবির যখন দলকে আর সহযোগিতা করতে পারবো না তখন অবসরে যাবো : মেসি

সকল