২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আফগানিস্তানে জরুরি ত্রাণসামগ্রী প্রেরণ

-

আফগানিস্তানের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে গত ২২ জুন শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে এতে সহস্রাধিক মানুষ নিহত, দুই হাজারের বেশি মানুষ আহত হয় এবং কয়েক শ’ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পের ফলে খাদ্য ও পানি সঙ্কট, বাসস্থান সঙ্কট ও জরুরি চিকিৎসাসেবার অভাব দেখা দিয়েছে। বাংলাদেশ সরকার বন্ধুপ্রতীম রাষ্ট্র আফগানিস্তানের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রীর ‘সমন্বিত উন্নয়ন নীতির ভিত্তিতে ভূমিকম্পসৃষ্ট আকস্মিক দুর্যোগ মোকাবেলায় আফগানিস্তানের সাধারণ জনগণের জন্য সাধ্য অনুযায়ী জরুরি মানবিক সহায়তা প্রেরণ করা হচ্ছে। এপরিপ্রেক্ষিতে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং সশ্রস্ত্র বাহিনী বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান সি-১৩০জে গতকাল মঙ্গলবার ভোর ৬টায় খাদ্য, বস্ত্র ও জরুরি ত্রাণসামগ্রী নিয়ে কাবুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।
বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিমানের পাইলট ও ক্রুদের বিদায় জানান । আইএসপিআর।


আরো সংবাদ



premium cement