২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত ১১ ঘণ্টা যোগাযোগ ব্যাহত

-

১১ ঘণ্টা পর শনিবার সকালে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-রংপুর রুটের গাজীপুরে কালিয়াকৈরের মৌচাকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সামনের দু’টি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় চার সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন মাস্টার রেজাউল করিম ও মৌচাক স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাহিনুর রহমান জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-রংপুর রেলরুটের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক স্টেশন এলাকা অতিক্রম করছিল। এ সময় হঠাৎ ট্রেনের ইঞ্জিনসহ সামনের দু’টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর ঢাকার সাথে খুলনা, রাজশাহী, রংপুর, দিনাজপুরসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্থানে আটকা পড়ে থেমে থাকে উত্তরবঙ্গ ও ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেসসহ একাধিক ট্রেন। খবর পেয়ে রাতে উদ্ধার কর্মীরা রিলিফ ট্রেন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর দুর্ঘটনা কবলিত বগি দু’টি উদ্ধার করে ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে সক্ষম হন তারা। এরপর শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলে ওই রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
এদিকে শুক্রবার রাতে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সাথে খুলনা, রাজশাহী, রংপুর, দিনাজপুরসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলে বিভিন্ন স্থানে একাধিক ট্রেন আটকা পড়ে। এতে নারী, শিশু ও বৃদ্ধসহ ট্রেনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘসময় অপেক্ষার পর অনেক যাত্রী বিকল্প পথে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। তবে নিরাপত্তাহীনতাসহ নানা আশঙ্কায় অনেক যাত্রী ট্রেনেই রাতযাপন করেন। আবার অনেকে নির্ধারিত ট্রেনের অপেক্ষায় স্টেশনে রাত কাটান।


আরো সংবাদ



premium cement
ফুলগাজীতে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু দোয়ারাবাজারে শিশু হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২ কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু চুয়েট শিক্ষার্থীদের সড়কে অবস্থান অব্যাহত, ঘাতক বাসচালক গ্রেফতার তামাক পণ্যে সুনির্দিষ্ট করারোপের দাবিতে এনবিআর চেয়ারম্যানের কাছে ২৫ সংসদ সদস্যের চিঠি প্রাণিসম্পদ প্রদর্শনীতে মহিষের আক্রমণে বাবা-ছেলেসহ আহত ৪ গফরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে সরকার : মির্জা ফখরুল মিরসরাইয়ে মৃত্যুর ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার কবর থেকে লাশ উত্তোলন দেশে দেড় হাজার মেগাওয়াট লোডশেডিং, দুর্ভোগে মানুষ রংপুরে মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার

সকল