১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

কবি ও রম্যলেখক শাহজাহান আবদালীর ৫৮তম জন্মদিন আজ

-

কবি, রম্যলেখক, শাহজাহান আবদালীর ৫৮তম জন্মদিন আজ। বুধবার ১৯৬৪ সালের এই দিনে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মরহুম আব্দুল বারি এবং মাতার নাম মরহুমা রাবেয়া খাতুন। রম্যরচনা, ছড়া, কবিতা, প্রবন্ধ, উপন্যাস ও মুক্তিযুদ্ধের ইতিহাসসহ বিভিন্ন বিষয়ের ওপর তার প্রকাশিত গ্রন্থ ৭০টি। উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে- নেতার চমক, কাজের মাঝে আমর যাঁরা গল্পগুলো ছোটদের প্রথম ও দ্বিতীয় খণ্ড, এই সমাজের সেবক যাঁরা ১০০ ছড়া, ছড়ার নূপুর, ছড়ার গাড়ি টমটম, রসেভরা শতছড়া, একান্তরের বীরশ্রেষ্ঠ, কাব্যরানী, পুরুষ যখন নির্যাতিত (সম্পাদনা), আমাদের পরিবেশ আমাদের ভাবনা, রম্যগল্প, বৈজ্ঞানিক কল্পকাহিনী, বাঙালির স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস প্রথম ও দ্বিতীয় খণ্ড, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস ও বক্তৃতা শেখার কলাকৌশল।
তিনি মাসিক দোলনচাঁপা পত্রিকার ও রম্যসাহিত্যে বিশেষ অবদানের জন্য পেয়েছেন মধুসূদন একাডেমি পুরস্কার, বাংলাদেশ কালচারাল ফাউন্ডেশন স্বর্ণপদক, কবি শামসুর রাহমান সাহিত্য পুরস্কার, ফাদার বেঞ্জামিন কস্তা সাহিত্য পুরস্কার, কবি জসীম উদদীন সাহিত্য পুরস্কার ইত্যাদি। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement