২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কৃষিখাতে সর্বোচ্চ প্রণোদনা বিতরণের প্রশংসাপত্র পেল এক্সিম ব্যাংক

-

করোনাকালে কৃষিখাতে সরকারি প্রণোদনা স্কিমের বিনিয়োগ বিতরণে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রশংসাপত্র লাভ করেছে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়ার কাছে এই প্রশংসাপত্র হস্তান্তর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান, নির্বাহী পরিচালক মো: আওলাদ হোসেন চৌধুরী, মহাব্যবস্থাপক আব্দুল হাকিমসহ বাংলাদেশ ব্যাংক ও এক্সিম ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা।
উল্লেখ্য এক্সিম ব্যাংক কৃষিখাতে সরকারি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক বরাদ্দকৃত অর্থের ১০১.১৯ শতাংশ বিতরণ করেছে। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement