২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

দেশীয় সাংস্কৃতিক সংসদের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

-

দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে গত শনিবার সন্ধ্যায় জুম অনলাইনে সম্মেলন অনুষ্ঠিত হয়। দেশীয় সাংস্কৃতিক সংসদের সমন্বয়ক শিল্পী মোস্তফা মনোয়ারের সঞ্চালনায় ও মনিরুল ইসলামের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। জুম অনলাইনে অনুষ্ঠিত এই সম্মেলনে সারা দেশ থেকে ৯০টি সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের ২০০ প্রতিনিধি যোগদান করেন। গীতিকার, সুরকার, শিল্পী, নাট্যকার, অভিনেতা, কবি ও সাহিত্যিকদের মিলনমেলায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো প্রোগ্রাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ জ ম ওবায়েদুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সঙ্গীত কেন্দ্রের সভাপতি শিল্পী তাফাজ্জল হোসাইন খান, বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্য সংসদের সভাপতি শাহ আলম নূর, বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি কার্টুনিস্ট ইব্রাহীম মণ্ডল, কবিতা বাংলাদেশের সেক্রেটারি প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ, বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি শরীফ বায়জীদ মাহমুদ সাহিত্য-সংস্কৃতি কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবু তাহের বেলাল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আ জ ম ওবায়েদুল্লাহ বলেন, সাংস্কৃতিক আগ্রাসনের কবলে এ দেশের তরুণরাই কেবল আক্রান্ত হচ্ছে না, সব বয়সের মানুষ এই আগ্রাসনে বিপর্যস্ত। এই আগ্রাসন আমাদের সামাজিক সম্প্রীতি ও পারিবারিক সম্পর্কে চিড় ধরিয়েছে। ফলে চার দিকে আজ কেবলই ভাঙনের সুর। জাতিকে এই ব্যাধি থেকে মুক্ত করার জন্য সাহিত্য-সাংস্কৃতিক কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আজকের এই সম্মেলনে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আশান্বিত করেছে। তিনি আরো বলেন, শুধু মুখের কথায় এই আগ্রাসন রোধ করা সম্ভব নয়। এই অপসংস্কৃতির করাল গ্রাস থেকে জাতিকে মুক্ত করতে হলে আমাদের নানামুখী পদক্ষেপ নিতে হবে। মানুষের মন-মননে আকর্ষণ করার মতো চমৎকার পরিবেশনা দুয়ারে দুয়ারে পৌঁছতে হবে। গান, নাটক, সিনেমা, আবৃত্তি নির্মাণ, বই প্রকাশসহ নানা ধরনের সাংস্কৃতিক কর্মসূচি নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এ ক্ষেত্রে আপনাদের মুখ্য ভূমিকা রাখতে হবে। আমি আশা করি দেশীয় সাংস্কৃতিক সংসদের সব কার্যক্রমে আপনাদের সহযোগিতা পাব। নব উদ্যোমে কর্ম উদ্দীপনার মাধ্যমে সাংস্কৃতিক আন্দোলনকে আরো বেশি গতিশীল করতে সবাইকে সক্রিয় অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানান তিনি। বিজ্ঞপ্তি

 


আরো সংবাদ



premium cement