১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

স্ট্যান্ডার্ড ব্যাংকের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

-

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ‘বিজনেস রিভিউ মিটিং’ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় গ্রাহকভিত্তিক ভিন্ন ভিন্ন পরিকল্পনা গ্রহণ, গ্রাহকের সাথে সম্পর্কোন্নয়ন, সঠিকভাবে শাখা ব্যবস্থাপনা, ব্যবসায় সম্ভাবনা, ব্যাংকের শাখাভিত্তিক ও সার্বিক ব্যবসায়িক অবস্থাÑ প্রভৃতি বিষয়ের উপর আলোচনা করা হয়। ব্যাংকের সেরা ২০ শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই মিটিংয়ে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ। সভাপতির ভাষণে তিনি চলমান দেশীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক সমস্যার পরিপ্রেক্ষিতে ব্যাংকিং সেবার মানোন্নয়ন, গ্রাহকের সাথে সম্পর্কোন্নয়ন, শাখা ব্যবস্থাপনা ও ব্যবসায়িক সম্ভাবনার উপর আলোকপাত করেন। তিনি ২০২২ সালের বার্ষিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা পর্যালোচনা ও ঋণ আদায়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং এই লক্ষ্যমাত্রা অর্জনে দিকনির্দেশনা প্রদান করেন। মিটিং এ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ রফিকুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও এম লতিফ হাসান, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ও হেড অব এসবিএল শরিয়াহ্ সেক্রেটারিয়েট মো: মোহন মিয়া, মানবসম্পদ বিভাগের প্রধান আলকনা কে চৌধুরী, খুলনা রিজিওনের রিজিওনাল হেড হায়দার নুরুন্নাহার এবং ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি ও সিএফও মো: আলী রেজা। বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement