২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ইবনে সিনা লালবাগে অত্যাধুনিক প্রযুক্তির সিটি স্ক্যান সংযোজন

-

ইবনে সিনা ডায়াগনোস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার লালবাগ শাখায় বিশ^খ্যাত জার্মান প্রযুক্তির অত্যাধুনিক সিটি স্ক্যান সার্ভিস সংযোজিত হয়েছে। এ উপলক্ষে চিকিৎসক ও স্থানীয় হাসপাতাল-ক্লিনিক মালিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইবনে সিনা ট্রাস্টের এডিশনাল ডিরেক্টর অ্যান্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট এএনএম তাজুল ইসলাম। লালবাগ শাখার অ্যাডমিন ইনচার্জ মুহাম্মদ সাইফুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইবনে সিনা লালবাগের ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন। সর্বাধুনিক প্রযুক্তির সিটি স্ক্যান ও এমআরআইয়ের সুবিধাগুলো তুলে ধরে বক্তব্য রাখেন রেডিওলোজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা: আর এন সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন ২৯ নং ওয়ার্ড কমিশনার ও ইবনে সিনা লালবাগের পরিচালক জাহাঙ্গীর আলম বাবুল।
সভাপতির বক্তব্যে তাজুল ইসলাম বলেন, মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। সেন্টারটিতে বিশ^খ্যাত জার্মান প্রযুক্তির অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন সংযোজিত হওয়ায় এখন এটি একটি পরিপূর্ণ ডায়াগনোস্টিক সেন্টারে পরিণত হলো।
অনুষ্ঠানে দুই শতাধিক চিকিৎসক ও স্থানীয় হাসপাতাল-ক্লিনিক মালিকসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবনে সিনা লালবাগ লিমিটেডের পরিচালক হাজী মো: নূর ইসলাম, ট্রাস্টের ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট গাজী মো: তরিকুল ইসলাম, ইবনে সিনা লালবাগের অ্যাকাউন্টস ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান, লালবাগ রিজিওনাল ইনচার্জ বিজনেস ডেভেলপমেন্ট মো: রফিকুল ইসলাম ও জোন ইনচার্জ বিজনেস ডেভেলপমেন্ট মো: জাহিদুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি

 


আরো সংবাদ



premium cement