২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

৪৪ প্রকৌশলীকে ওয়াসায় ফেরত দিলো ডিএনসিসি

মেয়াদ শেষ হয়নি এখনো
-

মেয়াদ শেষ হওয়ার আগেই ঢাকা ওয়াসা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রেষণে নিয়োজিত ৪৪ প্রকৌশলীর সবাইকে ফেরত পাঠিয়েছে ডিএনসিসি। গত বুধবার সর্বশেষ তিন প্রকৌশলীর প্রেষণাদেশ বাতিল করা হয়। ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেন। ঢাকা ওয়াসায় ফেরত যাওয়ার সর্বশেষ আদেশপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শওকত মাহমুদ, সহকারী প্রকৌশলী সালেহ মোহাম্মদ তাওসিফ ও উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন। অফিস আদেশে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের গত ২৩ জানুয়ারির প্রজ্ঞাপন অনুযায়ী ডিএনসিসিতে সরকার কর্তৃক প্রেষণে নিয়োজিত তিন প্রকৌশলীর প্রেষণাদেশ বাতিল করে ঢাকা ওয়াসায় ফেরত দেয়া হয়েছে। ওই আদেশে তিন প্রকৌশলীকে আগামী ৩০ জানুয়ারির মধ্যে ঢাকা ওয়াসায় যোগদান করতে হবে। ইতোমধ্যেই ওই প্রকৌশলীরা ওয়াসায় যোগদান করেছেন বলে জানা যায়।
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ২০২০ সালের ৩১ ডিসেম্বর ঢাকা ওয়াসার নিয়ন্ত্রণে থাকা ২৬টি খাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঢাকার দুই সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ঢাকা উত্তর সিটিতে ১৫টি এবং দক্ষিণ সিটিতে ১১টি খাল রয়েছে। এরপর চুক্তি অনুয়ায়ী উত্তর সিটি করপোরেশনে ওয়াসা থেকে প্রেষণে ৪৪ জন প্রকৌশলীকে ডিএনসিসিতে দুই বছরের জন্য নিয়োগ দেয়া হয়। একইসাথে খাল রক্ষণাবেক্ষণে ওয়াসার কাছে থাকা বিভিন্ন যন্ত্রপাতিও নেয় ডিএনসিসি। তবে দক্ষিণ সিটি করপোরেশন ওয়াসা থেকে কোনো জনবল নেয়নি। ঢাকা উত্তর সিটি করপোরেশন সম্প্রতি খাল উদ্ধারে ব্যাপক অভিযান শুরু করেছে। বর্তমানে মোহাম্মদপুরের বসিলায় রামচন্দ্রপুর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সেখানে খাল পুনঃখনন চলছে। এর মধ্যেই ডিএনসিসি ওয়াসা থেকে আসা সব প্রকৌশলীকে ফেরত পাঠাল। নাম প্রকাশ না করার শর্তে ওয়াসায় ফেরত যাওয়া এক প্রকৌশলী জানান, চুক্তি অনুযায়ী খালের সব কাজ শেষ না হওয়া পর্যন্ত ডিএনসিসিতে যাওয়া ওয়াসার সব প্রকৌশলী থাকবেন; কিন্তু যেখানে বর্তমানে একটি খাল খনন চলছে সে সময় সবাইকে এক বছরের মাথায় ফেরত পাঠানোতে প্রকৌশলীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। তাছাড়া লোকবল ফেরত দিলেও ডিএনসিসি কোনো যন্ত্রপাতি ফেরত দেয়নি। ঢাকা ওয়াসার পরিচালক এ কে এম সহিদ উদ্দিন নয়া দিগন্তকে বলেন, চুক্তি অনুযায়ী প্রকৌশলীদের ডিএনসিসিতে দুই বছর থাকার কথা ছিল। কিন্তু তার আগেই আমাদের প্রকৌশলীদের ফেরত দেয়া হয়েছে। তবে যন্ত্রপাতি ফেরত দেয়নি বলে তিনি জানান। এ ব্যাপারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: সেলিম রেজা নয়া দিগন্তকে বলেন, জলাবদ্ধতা নিরসনে আমাদের প্রাথমিক যে ধাক্কা ছিল তা আমরা কাটিয়ে উঠতে পেরেছি। আমাদের প্রকৌশলীরাও এখন এ কাজে এক্সপার্ট হয়ে গেছেন। তাছাড়া ওয়াসা থেকে আসা প্রকৌশলীরাও তাদের সংস্থায় ফেরত যেতে চাচ্ছিলেন। এ কারণে আমরা তাদের ফেরত পাঠিয়েছি। ওয়াসা থেকে দেয়া যন্ত্রপাতি ফেরত দেয়া হবে না বলেও জানান ডিএনসিসির এ কর্মকর্তা।

 


আরো সংবাদ



premium cement