২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ইবির ৫৩৭ কোটি টাকার মেগা প্রকল্পে অনুমোদনহীন রড দিয়ে কাজ শুরুর চেষ্টা

-

ইসলামী বিশ^বিদ্যালয়ে (ইবি) চলমান ৫৩৭ কোটি টাকার অধীন শুরু হওয়া ১০তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। এতে চুপিসারে অনুমোদনহীন রড দিয়ে কাজ শুরুর চেষ্টা করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মাইসা কনস্ট্রাকশন লিমিটেড। কর্তৃপক্ষের নির্দেশনার বাইরে সোমবার রাতে অনুমোদনহীন রড আনে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। বিষয়টি দৃষ্টিগোচর হলে রড ফেরত পাঠানোর নির্দেশ দেয় বিশ^বিদ্যালয় প্রশাসন।
জানা গেছে, বিশ^বিদ্যালয় লেক সংলগ্ন এলাকায় ৬৮ কোটি টাকায় নির্মাণাধীন এ ভবনটির কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ঢাকার মাইশা কনস্ট্রাকশন লিমিটেড। ভবনটি নির্মাণে ৫ ক্যাটাগরির রডের অনুমোদন দেয় কর্তৃপক্ষ। তবে সোমবার রাতের আঁধারে কর্তৃপক্ষের নির্দেশনার বাইরে এসএস গ্রুপের টাইগার রড নিয়ে আসে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। পরে ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এ রডগুলো ফেরত পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বিশ^বিদ্যালয়ের সব কাজে শুধু বিএসআরএম রড দিয়ে কাজ করানো হতো। তবে মেগাপ্রকল্পের কাজে বিএসআরএমসহ ৩টি রডকে অনুমোদন দেয় প্রশাসন। সম্প্রতি আরো দুটি রডের অনুমোদন দেয় কর্তৃপক্ষ। অনুমোদিত এই রডগুলো বাদে এসএস গ্রুপের টাইগার রড নিয়ে আসে ঠিকাদারি প্রতিষ্ঠান মাইসা কনস্ট্রাকশন লিমিটেড।
বিশ^বিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মুন্সী সহিদ উদ্দিন মু. তারেক বলেন, ‘ঠিকাদাররা প্রশাসনের অনুমোদিত রড বাদে অন্য রড নিয়ে এসেছে। তারা এ রড পরীক্ষা করার আবেদন করেছেন। তবে বিশ^বিদ্যালয় প্রশাসন অনুমোদনহীন এ রড ফেরত পাঠাতে বলেছে।’
এ বিষয়ে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, ‘আমাদের অনুমোদিত রডের বাইরে অন্য কোনো রড দিয়ে কাজ করার কোনো সুযোগ নেই। পরীক্ষা করে কাজের যোগ্য হলেও অনুমোদনহীন রড দিয়ে কাজ করা হবে না।’


আরো সংবাদ



premium cement