২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

বঙ্গোপসাগরে ১৭ জেলেকে জিম্মি, অস্ত্র উদ্ধার ১৫ দস্যু গ্রেফতার

-

বঙ্গোপসাগরে ১৭ জেলেকে জিম্মি করে একজনকে সাগরে ফেলে দেয়ার ঘটনায় ১৫ ‘জলদস্যুকে’ গ্রেফতার করেছে র্যাব। অপহৃত ১৬ জেলেকে উদ্ধার করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
র্যাবের চট্টগ্রাম জোনের প্রধান লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ গতকাল র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেনÑ জলদস্যু বাহিনীর প্রধান মো: নুরুল কবির, সেকেন্ড ইন কমান্ড মো: মামুন, থার্ড ইন কমান্ড মো: আবদুল হামিদ ওরফে কালা মিয়া, দস্যুতার কাজে ব্যবহৃত বোট সংগ্রহকারী মো: ইউসুফ, বোটচালক মো: হাসান, মো: নুরুল আবছার, সহযোগী আবু বক্কর, গিয়াস উদ্দিন, নুরুল কাদের, সফিউল আলম, মো: আবদুল খালেক, মো: রুবেল উদ্দিন, মো: সাইফুল ইসলাম জিকু, মো: সুলতান ও মো: মনজুর আলম। তাদের কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল, ছয়টি ওয়ানশ্যুটার গান, চারটি কার্তুজসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ১৫ জনের বিরুদ্ধে থানায় দস্যুতা, খুন, অপহরণ, মাদক-অস্ত্রসহ বিভিন্ন অপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ জানান, মাছ ধরতে বঙ্গোপসাগরে যাওয়া ১৭ জন জেলেকে গত ১৪ জানুয়ারি জিম্মি করে কবিরের বাহিনী। তাদের আটকে রেখে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। জেলেদের পরিবার দুই লাখ টাকা দেয়। কিন্তু এর পরও বাকি টাকার জন্য তাদের ওপর নির্যাতন অব্যাহত রাখে। নির্যাতনে অসুস্থ হয়ে পড়লে আনোয়ার নামে এক জেলেকে গত ১৬ জানুয়ারি তারা সাগরে ফেলে দেয়। আনোয়ারের আর হদিস পাওয়া যায়নি। অপহৃত জেলের পরিবারের সদস্যরা বরিশালে র্যাবের শরণাপন্ন হন। বরিশাল থেকে তথ্য পাওয়ার পর র্যাবের চট্টগ্রাম জোনের সদস্যরা গোয়েন্দা তথ্যে জানতে পারেন, বাঁশখালী-পেকুয়া-কুতুবদিয়াকেন্দ্রিক নুরুল কবিরের বাহিনীর সদস্যরা জেলেদের অপহরণ করেছে। এরপর তাদের গ্রেফতারে অভিযানে নামে র্যাব।

 


আরো সংবাদ



premium cement
বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের চাবিটা মনে হয় পার্শ্ববর্তী দেশকে দিয়েছে সরকার : রিজভী চীনের দক্ষিণাঞ্চলীলের গুয়াংডংয়ে সর্বোচ্চ স্তরের বৃষ্টিপাতের সতর্কতা জারি আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার মুসলিম শ্রমিক হত্যায় হিন্দু নেতারা চুপ কেন : প্রশ্ন হেফাজত নেতা আজিজুল হকের সাভারে বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে গাজা ইস্যুতে শিক্ষার্থীদের বিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র ফরিদপুর-খুলনা মহাসড়কে জনতার অবরোধ ভাঙতে টিয়ারশেল ও ফাঁকা গুলি বাংলাদেশ-কাতারের মধ্যে ১০টি সহযোগিতা নথি সই ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি’ মিলান ডার্বি জিতে শিরোপা পুনরুদ্ধার ইন্টারের কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত

সকল