১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
ঢাবিতে সংহতি সমাবেশে শিক্ষার্থীরা

অমেরুদণ্ডী ভিসি চাই না আমরা

-

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন, ভিসি ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগ ও শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে সংহতি সমাবেশ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘সাস্টের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়’ ব্যানারে অনুষ্ঠিত সংহতি সমাবেশে শিক্ষার্থীরা এসব কথা বলেন।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অর্ণি আঞ্জুম বলেন, ৩৪টি বিশ্ববিদ্যালয়ের ভিসিরা সবাই অমেরুদণ্ডী ভিসি। একটি বিশ্ববিদ্যালয় টিকে থাকে প্রশাসন তথা ভিসির ওপর নির্ভর করে। ভিসি ও প্রক্টরের কাজ শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়া, সরকারের পা চাটা নয়, কিন্তু দুঃখজনক হলেও সত্য সেটিই সাধারণত হয়ে থাকে। সরকারের পা চাটা অমেরুদণ্ডী ভিসি আমরা চাই না।
আকিফ আহমেদ বলেন, সাস্টে যা হচ্ছে তা শুধু ওই বিশ্ববিদ্যালয়ের ঘটনা নয়। ঢাবিতেও প্রশাসনের এরকম অসহযোগিতামূলক আচরণ আমরা পাই। এটা সব বিশ্ববিদ্যালয়ের নিত্যনৈমিত্তিক ঘটনা। একজন ভিসি অবশ্যই সম্মান পাওয়ার যোগ্য কিন্তু সেই সম্মান তার নিজেকে রাখতে হবে। যে ভিসি তার শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারে না তার পদে থাকার কোনো দরকার নাই। তিনি বলেন, আমরা আমাদের ভিসিকে নিয়ে সমালোচনা করতে পারি, কিন্তু খারাপ লাগে যখন পাড়ার চায়ের দোকানদার ভিসিকে নিয়ে ইয়ার্কি-মসকরা করে। তাদের নিজেদের অবস্থানগুলো বোঝা উচিত। লেখক আহমদ ছফা তার গাভী বৃত্তান্তে একজন ভিসির গরু পোষার কথা লিখেছিলেন। কিন্তু ছফা যদি সেই উপন্যাস এখন লিখতেন তাহলে লিখতেন, ভিসিদের গরু পোষার মতো যোগ্যতাও নেই।
ঢাবি শিক্ষার্থী উমামা ফাতেমা বলেন, সাস্টের মতো বিশ্ববিদ্যালয়গুলোতে যারা শিক্ষক হিসেবে নিয়োগ পান তারা সবাই অন্য বিশ্ববিদ্যালয় থেকে আসা। সিন্ডিকেট মেইনটেইন করে ও সরকারের পা চেটে তারা এইসব নিয়োগপ্রাপ্ত হন। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে একজন শিক্ষককেও পাওয়া যায় না, কারণ তারা ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না। বিশ্ববিদ্যালয়ের ভালোমন্দের থেকে তাদের উদ্দেশ্যই থাকে সিন্ডিকেট মেইনটেইনের মাধ্যমে সরকারের পা চাটা।
শিক্ষার্থী জাবির আহমেদ জুবেল বলেন, শোনা যাচ্ছে ৩৪টা বিশ্ববিদ্যালয়ের স্বৈরাচারী প্রশাসক এক হয়ে গেছে। তারা এক হতে পারলে আমাদেরও আজ সময় এসেছে এক হয়ে আন্দোলন করা, সবাই ঐক্যবদ্ধ হয়ে সব বাধা ভেঙে দাবি আদায়ের উপযুক্ত সময় এটাই।
সংহতি সমাবেশে উপস্থিত শাবিপ্রবির শিক্ষার্থী হাসিবুর হাসান সিয়াম বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ হামলা করে শিক্ষার্থীদের আহত করেছে। এটা আমরা মানতে পারি না এবং মানবও না। আমাদের আন্দোলন কোনো রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত আন্দোলন না। কেউ আমাদের প্ররোচিত করছে না, আমরা নিরস্ত্রভাবে অহিংস আন্দোলন করছি। এই সময়ে আমরা আপনাদের আমাদের পাশে চাই, আপনাদের আমাদের প্রয়োজন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন শিক্ষার্থী লাবনী বন্যা, ছাত্রনেতা আরাফাত সাদ শোভন রহমান, জাবি শিক্ষার্থী ইভান তাহসীব, জবি শিক্ষার্থী মাহমুদুল হাসান সুমিত, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুক, রাগীব নাঈম, আল ফজলে রাব্বি, মাহমুদ নেওয়াজ, জয় কবিতা, নাজিব হায়দার ও আবু রায়হান খান।

 


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল