১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

টিকা নিয়েছে মাধ্যমিকের ৮৬ লাখ শিক্ষার্থী

-

এখন পর্যন্ত করোনার টিকা নিয়েছে মাধ্যমিকের ১২ থেকে ১৭ বয়সের ৮৬ লাখ শিক্ষার্থী। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত টিকার কার্যক্রম চলবে। এর পরেও যদি কোনো শিক্ষার্থী টিকা নিতে বাদ থাকে তবে তাদেরকেও টিকা দেয়া হবে। আর এই মুহূর্তে স্কুল বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে আবারো জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। গতকাল মঙ্গলবার ডিসি সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সে কারণে এখনই শিক্ষার্থীদের সশরীরে পাঠদান বন্ধ রাখা হচ্ছে না। শিক্ষাপ্রতিষ্ঠানে ওমিক্রন ছড়িয়ে পড়লে স্কুল বন্ধ রেখে অনলাইন ক্লাস-অ্যাসাইনমেন্ট দেয়া হবে।
দীপু মনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ওমিক্রন ছড়িয়ে পড়লে বন্ধ করে দেয়া হবে। সে ক্ষেত্রে শিক্ষার্থীরা বাসায় বসে অনলাইন ক্লাস করবে। তার সাথে নিয়মিত অ্যাসাইনমেন্ট কাজ দেয়া হবে। এর আগ পর্যন্ত সশরীরে পাঠদান বন্ধ করে দেয়ার কোনো চিন্তাভাবনা করা হচ্ছে না।
তিনি বলেন, কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওমিক্রনে আক্রান্ত হলেও বর্তমানে তারা আইসোলেশনে রয়েছে। কেউই গুরুতর অসুস্থ হয়নি বলে আমরা খোঁজখবর নিয়েছি। এ ছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সাথে আমরা বৈঠক করেছি। তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
দীপু মনি আরো বলেন, ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকা কার্যক্রমকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। সোমবার পর্যন্ত ৮৫ লাখ শিক্ষার্থী ভ্যাকসিনেশনের আওতায় এসেছে। আমরা নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মনিটরিং করছি। সার্বিক পরিস্থিতি নিয়ে আগামী দু-এক দিনের মধ্যে জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সাথে বৈঠক করা হবে।
সূত্র আরো জানায়, ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের সংখ্যা এক কোটি ১৬ লাখ ২৩ হাজার ৩২২ জন। তাদের মধ্যে ইতোমধ্যে ৮৬ লাখ শিক্ষার্থী প্রথম ডোজ টিকা পেয়েছে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থীকে টিকা দেয়া শেষ করা যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 


আরো সংবাদ



premium cement
বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের টার্মিনালে ঢুকে গেলো বাস, ইঞ্জিনিয়ার নিহত গোয়ালন্দে প্রবাসীর স্ত্রী-সন্তানকে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন সিরিয়ায় আইএস-এর হামলায় সরকার সমর্থক ২০ সেনা সদস্য নিহত ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু জনসমর্থনহীন সরকার জনগণের আওয়াজ নির্মমভাবে দমন করে : রিজভী সরিষাবাড়ীতে স্কুলছাত্র হত্যাকাণ্ডের বিচার দাবি

সকল