২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বাঘাবাড়ি মিল্কভিটায় অগ্নিকাণ্ডে পাউডার প্ল্যান্ট-২ এ ব্যাপক ক্ষতি

-

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি মিল্কভিটা কারখানার পাউডার প্লান্ট-২-এর পাঁচতলা ভবনের চারতলায় ডায়ার মেশিনে গত শনিবার রাত সাড়ে ৮টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজাউল করিম জানান, এ দিন রাত সাড়ে ৮টায় হঠাৎ বৈদ্যুতিক শর্টসাকিট থেকে মিল্কভিটা কারখানার পাউডার প্লান্ট-২ এর চারতলার ডায়ার মেশিনের ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক অবস্থায় অফিসের ফায়ারকর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায় বাঘাবাড়ি নৌ ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে বাঘাবাড়ি নৌ ফায়ার সার্ভিস ও শাহজাদপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ওই ভবনের চারতলার ভ্যান্টিলেশন কেটে পানি ও ফোম ব্যবহার করে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরো জানান, ডায়ার মেশিনের ভেতরে থাকা বেশকিছু গুঁড়োদুধ পুড়ে গেছে। এ ছাড়া ডায়ার মেশিনেরও বেশ ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। মিল্কভিটা কর্তৃপক্ষ বৈদ্যুতিক শর্টসার্কিটের কথা বললেও আমাদের প্রাথমিকভাবে ধারণা অসাবধাণতা বসত ডায়ার মেশিনের ভেতরে অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এ বিষয়ে বাঘাবাড়ি মিল্কভিটা কারখানার ডিজিএম অমীয় মণ্ডল জানান, এ দিন রাত সাড়ে ৮টায় হঠাৎ বৈদ্যুতিক শর্টসাকিট থেকে মিল্কভিটা কারখানার পাউডার প্লান্ট-২-এর চারতলার ডায়ার মেশিনের ভেতরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কিছু পাউডার দুধ পুড়ে গেলেও মেশিনের তেমন কোন ক্ষতি হয়নি। এটি সামান্য ওয়াস করলেই আবারো চালু করা সম্ভব হবে।


আরো সংবাদ



premium cement