২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বাঁশখালী পৌরনির্বাচন বর্জন মেয়র প্রার্থী কামরুলের

-

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার নির্বাচন বর্জন করলেন মেয়র পদে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী (মোবাইল মার্কা) গতকাল বেলা ১১টায় এ ভোট বর্জনের ঘোষণা দেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন অফিসারকে অবহিত করেন। ১৬ জানুয়ারি ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত ভোট গ্রহণে ব্যাপক অনিয়মের কারণ দেখিয়ে ভোট বর্জন করলেন মেয়র প্রার্থী।
ভোট বর্জনের ঘোষণা দিয়ে মেয়র পদে একমাত্র স্বতন্ত্র প্রার্থী (মোবাইল) সাবেক মেয়র ও পৌরসভা ও দক্ষিণ জেলা বিএনপি নেতা কামরুল ইসলাম হোনাইনী উপস্থিত সাংবাদিকদের জানিয়েছেন প্রতিটি কেন্দ্রের ভোটারদের উপস্থিতি ঠিক থাকলেও কিছু বহিরাগত নৌকার পক্ষে কেন্দ্রে ঢুকে মেয়র পদ ছাড়া অন্য সাধারণ সদস্য পদে ভোট প্রদানে কোনো প্রকার বাধা দিচ্ছে না। শুধু মেয়র পদে ভোট প্রদানের সময় আনুষ্ঠানিকতা শেষে ভোটারদের ইভিএম মেশিন থেকে সরিয়ে দিচ্ছেন। প্রতিটি কেন্দ্রের একই অবস্থা বিরাজ করছে বিষয়টি জানানোর পরে প্রশাসন একটু সরব হলেও তারা কেন্দ্র থেকে বের হওয়ার পরই জোর করে মেয়র পদে ভোট প্রদানে বাধা দিচ্ছেন এবং মোবাইল মার্কার এজেন্টদের বের করে দিচ্ছেন। তিনি দুঃখ করে বলেন ভোটারদের মনে একটা আশা ছিল ভোট প্রদান করে তারা তাদের যোগ্য মেয়র বানাবেন কিন্তু বহিরাগতরা গোপন কক্ষে প্রবেশ করে ভোটাররা মেশিনে ফিঙ্গার বাটনে চাপ দেয়ার পরই জোর করে মেয়র পদে ভোট দেয়ার সময় সরিয়ে দিয়ে তারা নৌকার ভোট দিচ্ছেন। সে কারণেই তিনি এই ভোট বর্জন করেন। বিষয়টি জানতে চাইলে বাঁশখালী নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ ফয়সাল আলম বলেন তিনি (মেয়র প্রার্থী) ভোট বর্জনের বিষয়টি শুনেছেন তবে তিনি বা তার পক্ষে কেউ বিষয়টি আমাদের জানাননি।

 


আরো সংবাদ



premium cement