২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ড. আবদুল মঈন কুবির ভিসি

-

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সপ্তম ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো: মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে বিষয়টি জানা যায়।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০ (১) ধারা অনুসারে এ নিয়োগ প্রদান করা হয়েছে। ভিসি হিসেবে তার নিয়োগের মেয়াদ চার বছর হবে। ভিসি পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও ভোগ করবেন।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, অধ্যাপক আবদুল মঈন বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
চলতি মাসের ৩০ জানুয়ারি বর্তমান ভিসি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর মেয়াদ শেষ হবে। প্রজ্ঞাপন অনুযায়ী ৩১ জানুয়ারি অথবা তৎপরবর্তী যোগদানের তারিখ হতে অধ্যাপক মঈনের নিয়োগ কার্যকর হবে। উল্লেখ্য,২০১৮ সালের ৩১ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ভিসি হিসেবে যোগদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের আদেশক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ১০ (১) উপধারা অনুযায়ী তাকে চার বছরের জন্য ভিসি পদে নিয়োগ দেয়া হয়। চলতি মাসের ৩০ জানুয়ারি বর্তমান ভিসি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর মেয়াদ শেষ হবে। প্রজ্ঞাপন অনুযায়ী ৩১ জানুয়ারি অথবা তৎপরবর্তী যোগদানের তারিখ হতে অধ্যাপক মঈনের নিয়োগ কার্যকর হবে।


আরো সংবাদ



premium cement
যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু নীলফামারীতে তিন হাজার ১৭০ চাষির মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কারাগারে কয়েদির মৃত্যু উজ্জ্বল হত্যার বিচার দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ২১ খাবারের সন্ধানে বসতবাড়িতে হরিণ, মহামায়ায় অবমুক্ত

সকল