২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

গ্রাহকদের সর্বোত্তম সেবা দেয়াই সোনালী ব্যাংকের প্রধান লক্ষ্য : এমডি

সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার পর্যালোচনা সভায় অতিথিরা -

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: আতাউর রহমান প্রধান বলেছেন শুধু মুনাফা অর্জন নয় প্রযুক্তিনির্ভর এবং গ্রাহকবান্ধব সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার মাধ্যমে গ্রাহক সেবার মান সর্বোত্তমপর্যায়ে উন্নীত করাই তার ব্যাংকের মূল কাজ। ব্যাংকের জেনারেল ম্যানেজারস অফিস, কুমিল্লার আয়োজনে ব্যবসায়িক পর্যালোচনা সভায় দেয়া বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। আতাউর রহমান প্রধান সব সূচকেও সবার শীর্ষে অবস্থান করে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখার জন্য ব্যাংকারদের আহ্বান জানান। ২০২০-২১ অর্থবছরে সোনালী ব্যাংক লিমিটেড আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থমন্ত্রণালয়ের সাথে স্বাক্ষরিত এসপিএতে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে। জেনারেল ম্যানেজারস অফিস কুমিল্লার জেনারেল ম্যানেজার মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য এ কে এম কামরুল ইসলাম এবং সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো: আতাউর রহমান প্রধান। ব্যবসায়িক পর্যালোচনা সভায় কুমিল্লা অঞ্চলে এ ব্যাংকের সার্বিক অবস্থা, দুর্বলতা, সক্ষমতার সুযোগ ইত্যাদি নিয়ে নিখুঁত পর্যালোচনা হয় এবং আগামীতে বিগত সময়ের সীমাবদ্ধতাগুলো দূরীভূত করে কিভাবে এ অঞ্চলে সোনালী ব্যাংকের অবস্থান আরো সুদৃঢ় করা সম্ভব সে বিষয়ে স্ট্র্যাটেজিক আলোচনা হয়।


আরো সংবাদ



premium cement