২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মানারাত ভার্সিটিতে আইন বিভাগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান

মানারাত বিশ্ববিদ্যালয়ের রক্তদান কর্মসূচি -

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন বিভাগের উদ্যোগে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: নজরুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন বিভাগের প্রধান মোহাম্মদ আজহারুল ইসলাম; লেকচারার হোসনে আরা; অ্যাডমিশন, পাবলিক রিলেশন্স অ্যান্ড স্টুডেন্টস অ্যাফেয়ার্সের অ্যাডিশনাল ডিরেক্টর আবদুল মতিন; ডেপুটি রেজিস্ট্রার আলমগীর হোসেইন; প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্টের সহকারী পরিচালক সায়ীদ সরওয়ার উদ্দীন আহমেদ, কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী জসিম উদ্দিন প্রমুখ। কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা স্বেচ্ছায় এ রক্তদান কর্মসূচিতে অংশ নেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement