১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

মসজিদ মিশনের সেমিনার বিশ্বনবীর অনুকরণেই সম্প্রীতির সমাজ বিনির্মাণ সম্ভব : আব্দুর রউফ

মসজিদ মিশনের আন্তর্জাতিক সেমিনারে আলোচকরা : নয়া দিগন্ত -

সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ বলেছেন, একমাত্র মহানবী সা:-এর আদর্শের অনুকরণের মাধ্যমেই বিশ্ব সঙ্কট নিরসন ও শান্তিপূর্ণ সম্প্রীতির সমাজ বিনির্মাণ সম্ভব। প্রথমেই পরিবার থেকে সঙ্কটের সূচনা হয়। পর্যায়ক্রমে তা বিভিন্ন সেক্টরে ছড়িয়ে পড়ে এবং সমাজের বিভিন্ন অর্গানকে ধীরে ধীরে শেষ করে ফেলে। বিশ্বনবী মুহাম্মাদ সা: আনীত ইসলামী বিধানই সব সঙ্কট দূর করে শান্তিময় সম্প্রীতির সমাজ বিনির্মাণের নিশ্চিত গ্যারান্টি। গতকাল বাংলাদেশ মসজিদ মিশন আয়োজিত ‘বিশ্ব সঙ্কট নিরসন ও শান্তিপূর্ণ সম্প্রীতির সমাজ বিনির্মাণে মহানবী সা:-এর মহাজীবন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীনের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানীর সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমেরিকা প্রবাসী ড. রুহুল আমিন। বক্তব্য পেশ করেন খ্যাতিমান মুফাসিসরে কুরআন শাইখ লুৎফুর রহমান, ইউরোপিয়ান ইউনিভার্সিটি লন্ডনের ভিসি প্রফেসর ড. আবুল কালাম আজাদ, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মাওলানা কাজী আবু হুরায়রাহ, তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মুফতি আবু ইউছুফ খান, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আ ন ম রফিকুর রহমান মাদানী, প্রফেসর ড. আব্দুস সামাদ, খুলনা তালিমুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাজমুস সউদ, মাওলানা দেলাওয়ার হোসাইন, প্রিন্সিপাল লিয়াকত আলী ভূঁইয়া, প্রিন্সিপাল আমীরুজ্জামান, মুহাদ্দিস ফজলুল করীম, মুহাদ্দিস আব্দুল খালেক, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী, ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান, হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আব্দুর রশিদ চৌধুরী, মালয়েশিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ, ড. মাওলানা হাবিবুর রহমান, অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, জার্মান এরিয়ান ইউনিভার্সিটির প্রফেসর ড. ফারুক আল মাদানী, মাওলানা নাসির উদ্দীন হেলালী, ড. হাফিজুর রহমান, ড. আনোয়ার হোসেন মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শামসুল আলম, প্রিন্সিপাল আলমগীর হোসাইন, প্রফেসর ড. আ ছ ম তরিকুল ইসলাম, প্রিন্সিপাল নজরুল ইসলাম সিদ্দিকী, প্রফেসর ড. মুয়াজ্জিম হোসাইন, মাওলানা সাইফুল্লাহ মানসুর, প্রফেসর ড. রফিকুল ইসলাম, প্রফেসর ড. মা’রুফ বিল্লাহ, মাওলানা মোজাম্মেল হক, বিশিষ্ট মুফাসসিরে কুরআন মাওলানা মোল্লা নাজিম উদ্দিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন বলেন, মহানবী সা:-এর আদর্শ অনুকরণের মাধ্যমেই অপরাধমুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, সম্প্রীতির সমাজ গঠন করা সম্ভব। ১৯৭৩ সালে এ দেশে ইসলামী তাহজিব-তমদ্দুন, সভ্যতা-সংস্কৃতি ও মূল্যবোধকে টিকিয়ে রাখার লক্ষ্যে বাংলাদেশ মসজিদ মিশন প্রতিষ্ঠিত হয়। ইমাম সাহেবদের নেতৃত্বে অপরাধমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে দেশের সব মসজিদকে মসজিদে নববীর আদলে দ্বীনি ও সমাজ উন্নয়নের কেন্দ্ররূপে গড়ে তুলতে হবে। সেমিনারে সব আলোচক বিশ্বনবীর সা:-এর জীবনীর বিভিন্ন অংশ নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা করেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

সকল