১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অঙ্কুর বৃত্তি পরীক্ষা

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অঙ্কুর বৃত্তি পরীক্ষা -

শিক্ষার নৈতিক উৎকর্ষ সাধন এবং শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা ও মেধা বিকাশের দৃঢ় প্রত্যয় নিয়ে গঠিত বন্দরনগরী চট্টগ্রামের সর্ববৃহৎ বেসরকারি বৃত্তিপ্রকল্প ‘অঙ্কুর বৃত্তি পরীক্ষা’-২১। গতকাল শুক্রবার নগরীর ৯টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে। এতে চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন স্কুলের প্রায় সাড়ে তিন হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অঙ্কুর বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী। এ সময় শিক্ষার্থীদেরকে সভ্য সমাজ গঠন ও সুনাগরিক হয়ে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে যোগ্যতাসম্পন্ন নাগরিক হিসেবে নিজেকে গড়ার আহ্বান জানান। বৃত্তি প্রকল্পের উত্তর জোনের প্রধান পৃষ্ঠপোষক আমান উল্লাহ আমান বলেন, করোনাকালীন পরিস্থিতিতে যেখানে শিক্ষাব্যবস্থায় স্থবিরতা বিরাজ করছিল, সেখানে ‘অঙ্কুর বৃত্তি’ মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে একটি চ্যালেঞ্জ গ্রহণ করেছে। বৃত্তি প্রকল্পের উত্তর জোনের আহ্বায়ক আ ন ম জোবায়ের বলেন, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত ‘অঙ্কুর শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ’ প্রতিষ্ঠাকাল থেকেই মেধাবী সংবর্ধনা, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, মেধা যাচাই, শিক্ষা সফর, ক্রীড়া অনুষ্ঠান, ওয়ার্ড পাওয়ার কম্পিটিশন, ট্যালেন্ট সার্চ, দেয়ালিকা প্রকাশসহ নানামুখী গঠনমূলক কার্যক্রম সুচারুরূপে পরিচালনা করে আসছে। এরই অন্যতম ধারাবাহিক সৃজনশীল কার্যক্রম হল অঙ্কুর বৃত্তি প্রকল্প। গতকাল পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলো পরিদর্শনে আসেন অঙ্কুর বৃত্তির কেন্দ্রীয় উপদেষ্টা ইমরানুল হক, সাবেক কেন্দীয় উপদেষ্টা আব্দুল জাব্বার, দক্ষিণ জোনের প্রধান পৃষ্ঠপোষক ডা: সাদেক আবদুল্লাহ, দক্ষিণ জোনের আহ্বায়ক মুহাম্মদ ফায়েদ, উপদেষ্টা ফখরুল ইসলাম, নেজাম উদ্দীন, মাসুম বিল্লাহ, মুহাম্মদ ফরহাদ, মুহাম্মদ সাইফুল ইসলাম, আবুল কালাম আজাদ, আব্বাস উদ্দিন, মোবারক হোসেন, দক্ষিণ জোনের সদস্য সচিব এজাজ মাহমুদ প্রমুখ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement