১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

ভারতে লাফার্জ উমিয়াম মাইনিং পুরস্কৃত

-

বাংলাদেশের নেতৃস্থানীয় সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশের অঙ্গপ্রতিষ্ঠান লাফার্জ উমিয়াম মাইনিং প্রাইভেট লিমিটেডকে (এলইউএমপিএল) নিরাপদ খনি কার্যক্রমের জন্য পুরস্কৃত করেছে ইন্ডিয়ান ব্যুরো অব মাইনস (আইবিএম)। ‘টেকসই উন্নয়ন কাঠামোর’ অধীনে এলইউএমপিএলকে ৫-স্টার রেটিং দেয়া হয়েছে। সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত খনি ও খনিজবিষয়ক পঞ্চম জাতীয় সম্মেলনে পার্লামেন্ট, কয়লা ও খনিবিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশির কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন এলইউএমপিএলের খনি কার্যক্রম বিভাগের প্রধান নির্বাহী প্রমোদ কুমার সিং। ২০১৭-১৮ সাল থেকে ধারাবাহিকভাবে তৃতীয়বারের মতো নংট্রাই চুনাপাথর খনি তার অসামান্য অবদানের জন্য পুরস্কার লাভ করছে। প্রসঙ্গত, ভারতের মেঘালয়ে অবস্থিত এলইউএমপিএল থেকে লাফার্জহোলসিম বাংলাদেশের ছাতকে অবস্থিত স্বয়ংসম্পূর্ণ প্লান্টে সিমেন্ট প্রস্তুতের মূল কাঁচামাল সরবরাহ করা হয়। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement