২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

হামদর্দ বিশ্ববিদ্যালয়ে ‘ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা ও শিক্ষা উন্নয়ন’ শীর্ষক মতবিনিময়

-

ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসাবিজ্ঞানের অভূতপূর্ব সফলতাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার আহ্বান জানিয়েছেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকিম মো: ইউছুফ হারুন ভূঁইয়া ।
গতকাল হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উদ্যোগে ইউনানি-আয়ুর্বেদিক চিকিৎসা ও শিক্ষার উন্নয়ন এবং বিকাশে উচ্চশিক্ষার ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইউনানি-আয়ুর্বেদিক অনুষদের ডিন ও জাতীয় অধ্যাপক ডা: এ কে আজাদ খান বলেন, কোভিড-১৯ পরবর্তী সময়ে সারা বিশ্ব এখন ইউনানি-আয়ুর্বেদিক ওষুধের দিকে ঝুঁকছে। সব মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এখন সবার সম্মিলিত প্রচেষ্টায় ইউনানি-আয়ুর্বেদিক খাতকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, ইউনানি-আয়ুর্বেদিক চিকিৎসাবিজ্ঞান বিপুল সফলতা অর্জন করেছে। সফলতার গল্পগুলো সবার সামনে তুলে ধরা উচিত বলে মন্তব্য করেন এই নাট্যজন ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হামদর্দ বাংলাদেশের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও মোতাওয়াল্লি হাকিম মো: জামাল উদ্দিন রাসেল, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. আবুল খায়ের, হামদর্দের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ডা: হাকিম নার্গিস মার্জান, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইউনানি বিভাগের প্রধান হাকিম মো: খায়রুল আলম, আয়ুর্বেদিক বিভাগের প্রধান ড. বাবুল আক্তার। সভায় স্বাগত বক্তব্য দেন হামদর্দ ফাউন্ডেশন পরিচালক লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অব:)।
ধন্যবাদ জ্ঞাপন করেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কবিরাজ মো: মিজানুর রহমান। বিভিন্ন ইউনানি-আয়ুর্বেদিক কলেজের প্রতিনিধিদের মধ্য থেকে তিব্বিয়া হাবিবিয়া কলেজের অধ্যক্ষ হাকিম মাহবুবুর রহমান সাকী, নূর মজিদ আয়ুর্বেদিক কলেজের অধ্যক্ষ ডা: মো: মামুন মিয়াসহ অনেকে তাদের মতামত তুলে ধরেন। মতবিনিময় সভা সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement