২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

হামদর্দ বিশ্ববিদ্যালয়ে ‘ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা ও শিক্ষা উন্নয়ন’ শীর্ষক মতবিনিময়

-

ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসাবিজ্ঞানের অভূতপূর্ব সফলতাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার আহ্বান জানিয়েছেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকিম মো: ইউছুফ হারুন ভূঁইয়া ।
গতকাল হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উদ্যোগে ইউনানি-আয়ুর্বেদিক চিকিৎসা ও শিক্ষার উন্নয়ন এবং বিকাশে উচ্চশিক্ষার ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইউনানি-আয়ুর্বেদিক অনুষদের ডিন ও জাতীয় অধ্যাপক ডা: এ কে আজাদ খান বলেন, কোভিড-১৯ পরবর্তী সময়ে সারা বিশ্ব এখন ইউনানি-আয়ুর্বেদিক ওষুধের দিকে ঝুঁকছে। সব মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এখন সবার সম্মিলিত প্রচেষ্টায় ইউনানি-আয়ুর্বেদিক খাতকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, ইউনানি-আয়ুর্বেদিক চিকিৎসাবিজ্ঞান বিপুল সফলতা অর্জন করেছে। সফলতার গল্পগুলো সবার সামনে তুলে ধরা উচিত বলে মন্তব্য করেন এই নাট্যজন ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হামদর্দ বাংলাদেশের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও মোতাওয়াল্লি হাকিম মো: জামাল উদ্দিন রাসেল, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. আবুল খায়ের, হামদর্দের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ডা: হাকিম নার্গিস মার্জান, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইউনানি বিভাগের প্রধান হাকিম মো: খায়রুল আলম, আয়ুর্বেদিক বিভাগের প্রধান ড. বাবুল আক্তার। সভায় স্বাগত বক্তব্য দেন হামদর্দ ফাউন্ডেশন পরিচালক লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অব:)।
ধন্যবাদ জ্ঞাপন করেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কবিরাজ মো: মিজানুর রহমান। বিভিন্ন ইউনানি-আয়ুর্বেদিক কলেজের প্রতিনিধিদের মধ্য থেকে তিব্বিয়া হাবিবিয়া কলেজের অধ্যক্ষ হাকিম মাহবুবুর রহমান সাকী, নূর মজিদ আয়ুর্বেদিক কলেজের অধ্যক্ষ ডা: মো: মামুন মিয়াসহ অনেকে তাদের মতামত তুলে ধরেন। মতবিনিময় সভা সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
সাজেকে সড়ক দুর্ঘটনায় ৫ শ্রমিক নিহতের খবরে ঈশ্বরগঞ্জে শোক দুর্যোগে এশিয়ায় সবচেয়ে বেশি মৃত্যু কেন বাংলাদেশে? জবিতে ভর্তি পরীক্ষায় আসন বেড়েছে ৫০টি বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের মাটির নিচে পাওয়া গ্রেনেড মাইন মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে যাচ্ছে জবি, বন্ধ থাকবে পরীক্ষা কুড়িগ্রামে রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে দেওয়ানগঞ্জের প্রতিবন্ধী শিক্ষার্থী শিহাব কিশোরগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সাতক্ষীরা বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে মোটরসাইকেলআরোহী নিহত বার্সেলোনাতেই থাকছেন জাভি

সকল