২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

এম কে আনোয়ারের মৃত্যুবার্ষিকী আজ

-

সাবেক মন্ত্রী, সাবেক কেবিনেট সচিব এবং বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০১৭ সালের ২৪ অক্টোবর ৮৪ বয়সে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাড়িতে মারা যান এম কে আনোয়ার। বরেণ্য রাজনীতিবিদ এম কে আনোয়ারের মাগফিরাত কামনা করে গতকাল দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বাণীতে বলা হয়Ñ সজ্জন, মিতবাক, নিয়মনিষ্ঠ, কথা ও কাজে অসাধারণ সামঞ্জস্য ছিল মরহুম এম কে আনোয়ার এর অন্যতম বৈশিষ্ট্য। পেশাগত জীবনে সরকারি সর্বোচ্চ পদে অধিষ্ঠিত থেকেও তিনি তার সততা ও ব্যক্তিমর্যাদা অক্ষুণœ রাখতে সক্ষম হয়েছিলেন। রাজনৈতিক জীবনেও তিনি নিজ দলের আদর্শের প্রতি ছিলেন অঙ্গীকারবদ্ধ। রাজরোষে পড়া সত্ত্বেও তিনি দলের কর্মসূচি বাস্তবায়নে দ্বিধা করেননি, তাই বারবার কারাবরণসহ নিপীড়ন-নির্যাতন সহ্য করেও নিষ্ঠা ও সাহসিকতার সাথে অগণতান্ত্রিক সরকারের অসদাচরণের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করে গেছেন। তিনি আমাদের সবার জন্য ছিলেন অনুকরণীয় ব্যক্তিত্ব।


আরো সংবাদ



premium cement