২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বেদখলকৃত জমি ফেরত চায় দেবহাটার ১৮০ জন ঘের মালিক

-

সাতক্ষীরার দেবহাটা উপজেলার খলিশাখালী এলাকার বেদখলকৃত জমি ফিরে পেতে চায় জমির প্রকৃত মালিকরা। গতকাল শুক্রবার রাজধানীর শ্যামলীস্থ সীমান্ত কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়ে তারা বলে, কিছু প্রশাসনিক কর্মকর্তা ও সুযোগ সন্ধানী নামধারী প্রভাবশালীর যোগসাজশে ১৮০ জন সাধারণ দরিদ্র মানুষের জমি দখল করেছে স্থানীয় কিছু সন্ত্রাসী। তারা জানায়, ভূমিহীন নামধারী অস্ত্রধারী সন্ত্রাসীরা দেবহাটা উপজেলার পারুলিয়া মৌজার খলিশাখালীনামীয় ব্যক্তি মালিকানাধীন এক হাজার ৩০০ বিঘা জমির ঘের দখল, মাছ লুটপাট এবং ঘেরের বাসাবাড়ি ভাঙচুর করেছে। সকল দালিলিক প্রমাণ থাকা সত্ত্বেও মূল মালিকরা জমি ফিরে পাচ্ছে না। সংবাদ সম্মেলনে ভূমি মালিক মো: আনোয়ারুল ইসলাম ও আনসার আলী রেকর্ডীয় মালিকানাধীন প্রাপ্য জমি সন্ত্রাসীদের কবল থেকে ফেরত পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানান।
তারা বলেন, আমরা ভুক্তভোগীরা ওই অঞ্চলের সাধারণ জনগণ। আমরা অত্যন্ত ভীতিকর পরিস্থিতির মধ্যে বসবাস করছি এবং আমাদের প্রাণ সংশয়ের আশঙ্কা করছি। গত ৩ অক্টোবর অভিযোগের ভিত্তিতে আশাশুনি থানার দুইজন এএসআইসহ পুলিশ কর্মকর্তা কিছু মাদক কারবারিকে গ্রেফতার করতে গেলে ভূমিদস্যুরা তাদেরকে বেঁধে রেখে নির্যাতন চালায়। জবরদখলকারী ভূমি সন্ত্রাসীরা মাদক ব্যবসা, গুম, হত্যা, চোরাচালান, নারী ও শিশু পাচার, ডাকাতিসহ সকল অপকর্ম করে থাকে, যা আমাদের সন্তানসহ দেশের ভবিষ্যৎ প্রজন্মকে অকাল ও করুণ মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, সাতক্ষীরা জেলা প্রশাসক তাদের বিষয়টি অবগত হয়ে জমির কাগজপত্র পর্যবেক্ষণ করে জমির মালিকদের ন্যায্য অধিকারের পক্ষে কথা বলেছেন। তবে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি। এ ছাড়াও পুলিশ প্রশাসন এ ব্যাপারে যথাযথ উদ্যোগ না নিয়ে অদৃশ্য কারণে নিষ্ক্রিয় রয়েছে।


আরো সংবাদ



premium cement