২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আশুলিয়ায় অ্যাপেক্সের কারখানায় ভয়াবহ আগুন

-

ঢাকার আশুলিয়ায় অ্যাপেক্সের ফোম তৈরি কারখানায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গতকাল সোমবার দুপুরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম আগুনের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার রাত ৩টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার অ্যাপেক্সের ফোম তৈরির কারখানায় আগুনের এ ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে ওই কারখানায় যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। কারখানার মূল গেট বন্ধ থাকায় কারখানার তালা ভেঙে ভেতরে ঢুকে ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি থাকায় পরে ধামরাই ফায়ার সার্ভিসের আরো দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কারখানাটি সেমিপাকা হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগে থাকতে পারে। আগুনের ঘটনায় ২০ লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 


আরো সংবাদ



premium cement