২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের ঈদে মিলাদুন্নবী সা: মাহফিলের প্রস্তুতি সভা

-

বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের উদ্যোগে আগামী ১৮, ১৯ ও ২০ অক্টোবর অনুষ্ঠিতব্য তিন দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী সা: মাহফিলের এক পরামর্শ ও প্রস্তুতি সভা গত শনিবার সন্ধ্যায় বায়তুশ শরফের পীর আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগরীর ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত পরামর্শ সভায় বক্তব্য রাখেনÑ আনজুমনে ইত্তেহাদের উপদেষ্টা, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আহসানুল্লাহ (আহসান সাইয়েদ), সেক্রেটারি জেনারেল সাবেক পটিয়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিছ মিয়া, মজলিসুল ওলামার মহাসচিব মাওলানা মামুনুর রশিদ নুরী, মাসিক দ্বীন দুনিয়ার সম্পাদক মুহাম্মদ জাফর উল্লাহ ও অধ্যাপক জামাল উদ্দিন। উপস্থিত ছিলেনÑ সহসভাপতি রাশেদুল আলম খোরশেদ, উপদেষ্টা আবদুল আউয়াল, আনজুমনে ইত্তেহাদের সাবেক সেক্রেটারি জেনারেল লুৎফুল করিম মিন্টু, কোষাধ্যক্ষ মোজাম্মেল হক, হারুন শেঠ, নুরুল ইসলাম, হাফেজ মুহাম্মদ আমান উল্লাহ, রফিকুল ইসলাম খান, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, মুহাদ্দিস মাওলানা ফজলুর রহমান ও মাওলানা কাজী জাফর আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজী মাওলানা মুহাম্মদ শিহাব উদ্দিন।
সভাপতির বক্তব্যে বায়তুশ শরফের পীর আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী বলেন, মহানবী সা: শুভাগমনের দিন ১২ রবিউল আউয়ালকে সামনে রেখে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: অতীব গুরুত্বের সাথে পালন করে মুসলিম বিশ্ব। মহানবী সা:কে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন অর্থাৎ, সব নবী ও রাসুলগণের নেতা। তিনি ছিলেন নিখিল বিশ্বের নবী। তিনি প্রেরিত হয়েছিলেন বিশ্ববাসীর জন্য রহমতস্বরূপ। মানবতার মুক্তির দূত হয়ে তিনি গোটা পৃথিবীর মানুষের জন্য নিয়ে এসেছিলেন শান্তির অমোঘ বার্তা। বিশ্বনবী হজরত মুহাম্মদ সা: এক অতুলনীয় আদর্শ। তিনি বলেন, মহানবী সা:-এর প্রকৃত শিক্ষা সর্বস্তরের মুসলিম জনগণ, বিশেষ করে তরুণসমাজের অন্তরে প্রকৃত নবীপ্রেম ও আদর্শ প্রতিফলনের উদ্দেশ্যে বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ ১৯৮৪ সাল থেকে রচনা প্রতিযোগিতা, ছোটদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান পাখপাখালির আসর, শানে মোস্তফা সা: মাহফিল, গুণীজন সংবর্ধনা ও আজিমুশশান ওয়াজ মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। করোনা মহামারীর প্রকোপের কথা উল্লেখ করে রাহবারে বায়তুশ শরফ বলেন, গতবারের মতো এ বছরও সীমিত পরিসরে আগামী ১৮, ১৯ ও ২০ অক্টোবর তিন দিনব্যাপী পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী মিলাদুন্নবী সা: মাহফিল সুসম্পন্ন করার লক্ষ্যে অতীতের মতো সবরকমের সহযোগিতা প্রদানে আনজুমনে ইত্তেহাদ, মজলিসুল ওলামা ও আনজুমনে নওজোয়ানের প্রতি আহ্বান জানান তিনি।

 


আরো সংবাদ



premium cement