২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ভারী বৃষ্টিতে আবারো ডুবল চট্টগ্রাম মহানগরীর নিম্নাঞ্চল

-

ভারী বৃষ্টিতে আবারো ডুবল চট্টগ্রাম মহানগরীর বিস্তীর্ণ নিম্নাঞ্চল। গত কয়েক দিন ধরে ঘন ঘনই পানি নিমজ্জিত হয়ে আসছিল মহানগরীর নিচু এলাকাগুলো। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ১৯০ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। এবার সড়ক, অলি-গলি, দোকানপাট, বাসাবাড়ির নিচতলা, কাঁচাবাজার ছাপিয়ে মসজিদের অভ্যন্তরেও পানি ঢুকে পড়েছে।
চট্টগ্রামে সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত থেমে থেমে ভারী বৃষ্টিতে পানিতে তলিয়ে যায় বিস্তীর্ণ এলাকা। বিশেষ করে ভোর থেকে ভারী বৃষ্টির কারণে চকবাজার, কাতালগঞ্জ, কাপাসগোলা, দুই নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাট, আগ্রাবাদ সিডিএ আবাসিক, মোগলটুলী, কমার্স কলেজ এলাকা, গোসাইলডাঙ্গা, শান্তিবাগ, হালিশহর, চান্দগাঁও, বাকলিয়ার বিস্তীর্ণ এলাকা, চাক্তাই, খাতুনগঞ্জসহ নগরীর নিচু এলাকায় হাঁটুপানি জমে যায়। বৃষ্টির সাথে জোয়ারের পানি একাকার হয়ে পানি নামতে দুপুর পর্যন্ত দীর্ঘ সময় গড়িয়ে যায়। এতে গন্তব্যে পৌঁছাতে জনসাধারণকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে।


আরো সংবাদ



premium cement