২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

সাদার্ন ইউনিভার্সিটিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু

-

‘আমাদের দেখা হোক মহামারী শেষে, আমাদের দেখা হোক জিতে ফিরে এসে’ এ স্লোগান নিয়ে সাদার্ন ইউনিভার্সিটিতে শুরু হয়েছে তৃতীয় আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২১। গত শুক্রবার পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ও প্রতিযোগিতার সমন্বয়ক ড. তাসনিমা জান্নাতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান।
এ সময় ভার্চুয়ালি আরো যুক্ত ছিলেন বিশেষ অতিথি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রকৌশলী আশুতোষ নাথ ও বিভিন্ন বিভাগের মডারেটরবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সরওয়ার জাহান বলেন, গত এক বছরেরও বেশি সময় ধরে আমরা করোনা মহামারীর নতুন পরিস্থিতির মুখোমুখি। জীবনে হতাশ হওয়া যাবে না, নিজে স্বপ্ন দেখতে হবে এবং অন্যকে দেখাতে হবে, সৃষ্টিশীল চিন্তা দিয়ে আমাদের জয়ী হতে হবে। প্রযুক্তি নির্ভরতা কি তা আমরা ভালো করে উপলব্ধি করেছি করোনাকালীন। যুক্তির মাধ্যমে মানুষকে বদলানোই ডিবেটিং সোসাইটির কাজ। বিতর্কের মধ্য দিয়ে তরুণেরা তৈরি করতে পারে নিজেদের সুন্দর ভবিষ্যৎ। শিক্ষার্থীরাই বিতর্কের মাধ্যমে সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে পারে। সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং সোসাইটি (এসইউবিডিএস) আয়োজিত দুই মাসব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে ১২টি দল। পয়েন্ট ভিত্তিক এ প্রতিযোগিতা এগিয়ে থাকা দলগুলো দ্বিতীয় রাউন্ড, সেমিফাইনাল ও ফাইনালে মুখোমুখি হবে। প্রশিক্ষণ কর্মশালার মধ্য দিয়ে গতকাল এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সমাপনী বক্তব্যে ড. তাসনিমা জান্নাত বলেন, বিতর্ক একটি শিল্প। সৌন্দর্যমণ্ডিত, পরিশীলিত, যুক্তিপূর্ণ তর্কই হচ্ছে বিতর্ক। বির্তক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের যে দক্ষতা ও আত্মবিশ্বাস তৈরি হয় তা সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের সহায়ক । আশা করি এই কর্মশালা এবং প্রতিযোগিতা থেকে জীবনের সুন্দর কিছু অভিজ্ঞতা ও শিক্ষা লাভ করবে শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা তালায় আগুনে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মাঝে জামায়াতের সহায়তা প্রদান শেরপুরের মহাসড়ক যেন মরণ ফাঁদ বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট আবারো বৃষ্টির শঙ্কা দুবাইয়ে, চিন্তা বাড়াচ্ছে ইউরোপ সিদ্ধিরগঞ্জে চোর আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা মানিকগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে প্রকৌশলী নিহত ডা. জাফরুল্লাহ্ চৌধুরী ছিলেন সমাজ বিপ্লবী পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে একটি সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে : মন্ত্রী মোস্তাফিজ চলে আসাটা যেভাবে দেখছেন চেন্নাইর কোচ ঢাকা ছাড়লেন কাতারের আমির

সকল