২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ঝিনাইদহে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ১৮৫তম শাখার উদ্বোধন

-

ঝিনাইদহে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৮৫তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল রোববার ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক আলহাজ মো: আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। এ সময় ব্যাংকের পরিচালক আলহাজ আবদুল মালেক মোল্লা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর, শাব্বির আহমেদ, মো: শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, মো: মাহ্মুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ করিম, মো: মুজিবুল কাদের, ডিরেক্টর জেনারেল মো: আবদুল আউয়াল সরকার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোনাল হেড মো: মজিবুর রহমানসহ ব্যাংকের ঊর্র্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এ ছাড়া অনুষ্ঠানে আরো অংশগ্রহণ করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুর গফুর গাজী, হরিণাকুণ্ড উপজেলা চেয়ারম্যান মো: জাহাঙ্গীর হোসেন, ঝিনাইদহ চেম্বার অব কমার্সের ভাইস চেয়ারম্যান মো: নাসিম, সাবেক চেয়ারম্যান মো: মাহমুদুর রহামন ফোটন এবং বিশিষ্ট ব্যবসায়ী মো: মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো: হাবীব উল্লাহ। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুলসংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। নতুন শাখা ব্যবস্থাপক মো: আসাদুজ্জামান উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালক আলহাজ মো: আনোয়ার হোসেন বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ ইসলামী ব্যাংক। তিনি নতুন শাখাসহ ব্যাংকের সব শাখায় শরিয়াহ সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমাণে সফল হয়েছে। সর্বাধুনিক সব ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশা আল্লাহ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
ঈদের ছুটিতে ঢাকায় কোনো সমস্যা হলে কল করুন ৯৯৯ নম্বরে : আইজিপি সিরাজগঞ্জে প্রাথমিক শিক্ষা অফিসের নৈশ প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার ৬ দাবিতে উত্তাল বুয়েট, ক্লাস-পরীক্ষা বর্জন মোরেলগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু আল-আকসায় কোনো ধরণের সহিংসতা ছাড়াই অনুষ্ঠিত হলো তৃতীয় জুমআর জামাত ‘পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে’ গাজাবাসীর প্রধান কথা- ‘আমাদের খাবার চাই’ অধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতার ঐক্যের বিকল্প নেই : ডা: শফিকুর রহমান সোনাগাজীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ২২ কিশোর গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল

সকল