২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

নেপালে চিকিৎসাসামগ্রী পাঠাল বাংলাদেশ সেনাবাহিনী

নেপালের রাষ্ট্রদূত ডা: বানসিধর মিশরার কাছে সেনাবাহিনীর চিকিৎসা ও সুরক্ষাসামগ্রী হস্তান্তর : আইএসপিআর -

কোভিড-১৯ মোকাবেলায় নেপাল সেনাবাহিনীকে জরুরি চিকিৎসা ও সুরক্ষাসামগ্রী হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গতকাল সকালে রাজধানীতে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি-বঙ্গবন্ধুতে সেনাবাহিনীর পক্ষ থেকে ভারপ্রাপ্ত সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ নেপালের রাষ্ট্রদূত ডা: বানসিধর মিশরার হাতে চিকিৎসাসামগ্রী তুলে দেন।
চিকিৎসাসামগ্রীর মধ্যে রয়েছে বিভিন্ন প্রকারের জরুরি ওষুধ, পিপিই সেট, হ্যান্ড স্যানিটাইজার, সার্জিক্যাল মাস্ক, ডিসপোজেবল ক্যাপ, এক্সামিনেশন গ্লাভস ইত্যাদি। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বন্ধুপ্রতিম রাষ্ট্র নেপালের সেনাবাহিনীর অনুরোধে বাংলাদেশ সেনাবাহিনী এই চিকিৎসাসামগ্রী পাঠানো হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর এ সহায়তা নেপাল সেনাবাহিনীকে কোভিড পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করবে বলে আশা করা যায়।
নেপালে ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের পরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল চিকিৎসা ও খাদ্যসহায়তা প্রদানের উদ্দেশ্যে নেপালে পাঠানো হয়েছিল। আইএসপিআর।


আরো সংবাদ



premium cement