২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রোহিঙ্গাদের মধ্যে কিং সালমান রিলিফ সেন্টারের খাদ্যসামগ্রী বিতরণ

-

কক্সবাজার জেলার উখিয়া কুতুপালংয়ে মিয়ানমারের বস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের ১৬ নং ক্যাম্পে সাড়ে তিন হাজার রোহিঙ্গা পরিবারের মধ্যে কিং সালমান হিউম্যানেটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের অনুদানে এবং সৌদি আরবস্থ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর রিলিফ ওয়েলফেয়ার অ্যান্ড ডেভলপমেন্ট কর্তৃক অনুমোদিত সাড়ে তিন হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয় গতকাল মঙ্গলবার। চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় রোহিঙ্গা নাগরিকদের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের কর্মকর্তা ছাড়াও দাতা সংস্থার পাঁচজন প্রতিনিধি যথাক্রমে খালিদ মোহাম্মদ আবু বকর, হাসান আলী আলী, ফয়সাল আলী মোহাম্মদ, ওয়ালিদ নাজি আনতার মোহাম্মদ, ওমের মাহদী হামদী ওয়াদী। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement