২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ভেজাল খাবার তৈরির অভিযোগে ৭ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

-

অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন ও নি¤œমানের খাদ্যসামগ্রী তৈরির অপরাধে সাত প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। গত বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত র্যাব-১০ এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আক্তারুজ্জামান। গতকাল শুক্রবার র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব এ তথ্য জানান। দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ী চক্রটি অনুমোদনহীন ও ভেজাল খাবার উৎপাদন, মজুত ও বিক্রি করে আসছিল বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১০ এর এএসপি এনায়েত কবীর সোয়েব বলেন, ভ্রাম্যমাণ আদালত ঢাকা জেলাধীন কেরানীগঞ্জ এলাকায় অনুমোদনহীন নি¤œমানের ও অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী তৈরির অপরাধে আনন্দ বেকারিকে দেড় লাখ টাকা, আমার দেশ বেকারিকে দেড় লাখ, আদি বাসুদেব মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০ হাজার, মা মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০ হাজার, হামজা ফুড প্রোডাক্টসকে দেড় লাখ, এমএস ফুড প্রোডাক্টসকে দেড় লাখ ও কুসুম বেকারিকে তিন লাখ টাকা করে সাত প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিমানা করে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে প্রায় এক লাখ টাকা মূল্যের অনুমোদনহীন নি¤œমানের ও অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী এবং তৈরির কাঁচামাল ধ্বংস করা হয়। তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা ঢাকা জেলাধীন কেরানীগঞ্জ এলাকায় এসব অনুমোদনহীন নি¤œমানের খাদ্যসামগ্রী তৈরি করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। রমজানে ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 


আরো সংবাদ



premium cement