২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

করোনায় সুরকার ফরিদ আহমেদের মৃত্যু

-

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সঙ্গীত পরিচালক, সুরকার ফরিদ আহমেদ আর নেই। গতকাল মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুই সপ্তাহের বেশি সময় ধরে ঢাকার দু’টি হাসপাতালে করোনার চিকিৎসাসেবা নিচ্ছিলেন তিনি। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা মীরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করতে চান।
গত মাসের শেষ দিকে টানা কয়েক দিন তার ভীষণ জ্বর ছিল। খাবারে স্বাদ-গন্ধ কিছুই পাচ্ছিলেন না। তিনবার করোনার পরীক্ষা করানো হয়। প্রথম দুই দফায় নেগেটিভ এলেও তৃতীয়বারে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। ২৫ মার্চ রাতে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয়। অনেক কালজয়ী গানের সুরকার ফরিদ আহমেদ। স্কুলবন্ধু বায়েজীদের কাছে গিটারে তার হাতেখড়ি। এরপর ফিরোজ সাঁইয়ের হাত ধরে পেশাদার সঙ্গীতাঙ্গনে তার পথচলা। লিটন অধিকারী রিন্টুর লেখা ও কুমার বিশ্বজিতের গাওয়া ‘তুমি ছাড়া আমি যেন মরুভূমি’ গানে সুর করে প্রশংসিত হন ফরিদ আহমেদ। এরপর থেকে আজ পর্যন্ত বহু গানের সুর তৈরি করেছেন তিনি। করেছেন সঙ্গীতায়োজনও। নূর হোসেন বলাইয়ের ‘নিষ্পত্তি’ চলচ্চিত্রে প্রথম সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন ফরিদ আহমেদ। ২০১৭ সালে সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত ‘তুমি রবে নীরবে’ সিনেমায় সঙ্গীত পরিচালনা করে এ পুরস্কার অর্জন করেন তিনি।


আরো সংবাদ



premium cement