২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সাভার বাসস্ট্যান্ডে হিজড়া-হকার সংঘর্ষ

-

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডের পুরাতন ফুট ওভারব্রিজ এলাকায় গতকাল শনিবার হিজড়া সম্প্রদায় ও হকার্সদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হকার ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার সময় সাভারের নবীনগর হতে আমির হোসেন নামের এক ব্যক্তি বাসে সাভার আসার পথে বাসের ভেতরে দুই হিজড়া তার কাছে সাহায্য হিসেবে ১০ টাকা দাবি করেন। এ সময় তিনি ৫ টাকা দিলে হিজড়ারা টাকা না নিয়ে তাকে বাজে ভাষায় গালাগাল দেয় এবং মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি হিজড়াদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরবর্তীতে হিজড়ারা মোবাইল ফোনে তাদের সম্প্রদায়ের লোকজন খবর দিয়ে বাসস্ট্যান্ডের পুরাতন ওভারব্রিজের পূর্বপাশে সুরুচি হোটেলের সামনে জড়ো করেন। এ সময় ১০-১২ জন হিজড়া একত্রিত হয়ে তাদের মারধর করার অভিযোগে ফুটপাথের এক হকারের দোকানে হামলা চালিয়ে দোকানের ছাওনি উপড়ে ফেলে। এ সময় কয়েকজন হকার বাধা দিলে হিজড়ারা তাদের ওপরও চড়া হয়। দুইপক্ষের সংঘর্ষে সুমি নামে এক হিজড়াসহ পাঁচজন আহত হয়।


আরো সংবাদ



premium cement