২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বিশ্ববাসীর জন্য ফজল ও রহমত হিসেবে নবীজির শুভাগমন : জৈনপুরী পীর

বিশ্ববাসীর জন্য ফজল ও রহমত হিসেবে নবীজির শুভাগমন : জৈনপুরী পীর -

রাজধানীর লালমাটিয়া মোহাম্মদপুরের রাহমানিয়া জৈনপুরী খানকা (দরবার) শরিফ কমপ্লেক্সের মাসিক মাহফিল গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ডেস্কোর সাবেক জিএম আলহাজ মো: শফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ইত্যাদি এন্টারপ্রাইজের মালিক মো: মেহেদীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান ওয়ায়েজ ছিলেন বাংলা টিভির উপস্থাপক আলহাজ মাওলানা শাহ ফাইজুল কবীর বদরী, আলোচক আলহাজ হজরত মাওলানা শফিকুল ইসলাম কাজেমী অলকাদেরী, প্রফেসর মাওলানা সোহরাব হোসেন, আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদরাসার হাফেজ মাওলানা ওয়ালিউল্লা, খলিফায়ে জৈনপুরী শেখ আকবর আলী, পীরজাদা সৈয়দ হুমাইয়াদ মাবরুক জৈনপুরী, হাফেজ হাফিজুর রহমান, সাব্বির হোসেন এরশাদ প্রমুখ।
মাহফিলে পবিত্র কুরআনের তাফসিরকালে জৈনপুরী পীর বলেন, বনী ইসরাইল (ইহুদি) সম্প্রদায় যুগে যুগে বিভিন্ন নবী রাসূলের সাথে বেয়াদবি করায় এবং আল্লাহ প্রদত্ত আইন (জবুর, তৌরিত ও ইঞ্জিল ঘোষিত হুকুম লঙ্ঘন করায় আল্লাহ তায়ালা তাদেরকে মানব সুরত পরিবর্তন করে জন্তুতে পরিণত করিয়াছেন। কিন্তু বর্তমানে (আমাদের নবীজির যুগে) কিয়ামত পর্যন্ত মানুষ মহাপাপ করা সত্ত্বেও তাদেরকে ইহজগতে শাস্তি দিতেছেন না (যদিও পরকালে অবশ্যই শাস্তি হবে) তার একমাত্র কারণ হচ্ছে আমাদের নবীজির। কেননা তিনি সা: আমাদের মধ্যে বিদ্যমান রয়েছেন। কুরআন শরিফে দয়াল নবীজির শুভাগমনকে বিশ্ববাসীর জন্য আল্লাহ তায়ালার নেয়ামত ও রহমত হিসেবে ঘোষণা করা হয়েছে। মাহফিল শেষে দেশবাসীর মঙ্গল কামনা করে পীর সাহেব আখেরি মুনাজাত করেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement