২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

হল সংস্কারে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ৫০ কোটি টাকা পাবে

-

পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো সংস্কারের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। করোনা মহামারীর কারণে আবাসিক হল গত এক বছর ধরে বন্ধ থাকায় সেগুলো এখন ব্যবহার করার আগে সংস্কারের প্রয়োজন। সরকারি নির্দেশনা মেনে আগামী ২৪ মে বিশ্ববিদ্যালয় খুলবে। আর ১৭ মে খুলে দেয়া হবে আবাসিক হল। হল খোলার প্রস্তুতি হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোকে ৫০ কোটি টাকা বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে এ অর্থ ছাড় দেয়া হয়েছে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে বরাদ্দ দেয়া এ অর্থে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা ও আবাসিক হলে সংস্কারকাজ করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন গণমাধ্যমকে জানান, বিশ্ববিদ্যালয়ের হলগুলো দীর্ঘদিন বন্ধ রয়েছে, এগুলোর সংস্কার প্রয়োজন। এ ছাড়া, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা জরুরি। এ জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ দিতে ইউজিসিকে নির্দেশনা দেয়া হয়েছে। যেসব বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল আছে, তারা এ টাকা পাবে।
তবে এ টাকা পর্যাপ্ত নয় বলে মনে করেন ইউজিসির সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর। প্রতি বছর প্রয়োজনভিত্তিক পর্যাপ্ত অর্থ বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেট বরাদ্দ দেয়া হয়ে থাকে। তিনি বলেন, দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকায় নানা ধরনের সংস্কারের প্রয়োজন দেখা দিতে পারে। হলগুলো রক্ষণাবেক্ষণের পেছনে এই অর্থ ব্যয় করা হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও হলের সংখ্যা বিবেচনা করে এ অর্থ নির্ধারণ করে বিতরণ করা হবে। আগামী ১৭ মে’র মধ্যে আবাসিক হলের সব ধরনের সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শেষ করার আহ্বান জানান তিনি।


আরো সংবাদ



premium cement